1/6‘বিগ বস ১৫’-র ফাইনালের শ্যুটে গতকাল দেখা মিলল ‘বিগ বস ৪’-র বিজেতা শ্বেতা তিওয়ারির। রবিবারই জানা যাবে কার হাতে উঠল এবারের সিজনের ট্রফি। তবে তার আগে একটা আভাস মিলল শ্বেতার কথাতেই। শমিতা শেট্টি, করণ কুন্দ্রা, তেজস্বী প্রকাশ, প্রতীক সেহজপাল, নিশান্ত ভাট এবং রশমি দেশাইয়ের মধ্যে কাকে এগিয়ে রাখল শ্বেতা, চলুন দেখে নেওয়া যাক। (ছবি বরিন্দর চাওলা, হিন্দুস্তান টাইমস)
2/6নীল রঙের গাউনে দেখা মিলল তাঁর। কফির মগ হাতে ভ্যানিটি থেকে বের হতেই ছেঁকে ধরেন পাপারাৎজিরা। আর সেখানেই বলতে শোনা যায় তাকে, 'আরে বিজয়ী বলতে পারব না।' তারপর আবার তিনটে নামও নেন।
3/6শ্বেতা নিজের কথায় শিল্পা শেট্টির বোন শমিতার নাম নেন। শুধু তিনি নন, অনেক তারকাই বিজেতার তালিকায় এগিয়ে রেখেছেন শমিতাকে।