Writing on notes rules: ১০ টাকা, ২০ টাকা, ৫০ টাকা, ১০০ টাকা, ২০০ টাকা, ৫০০ টাকার নোটে হোক বা ২,০০০ টাকা - নোটে হামেশাই কিছু লেখা থাকতে দেখা যায়। কখনও পেন দিয়ে লেখা থাকে, কখনও আবার পেনসিল লেখা থাকে। কোনও কোনও নোটে তো ভরতি হয়ে যায় লেখা। সেই নোট কি বাতিল বলে গণ্য হবে? তা নিয়ে মুখ খুলল কেন্দ্র।
1/5গত রবিবার কেন্দ্রের প্রেস ইনফরমেশন ব্যুরোর (পিআইবি) তথ্য যাচাইকারী টুইটার হ্যান্ডেল @PIBFactCheck-র তরফে একটি ভুয়ো বার্তা চিহ্নিত করা হয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই বার্তায় দাবি করা হয়েছিল, 'রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নয়া নির্দেশিকা অনুযায়ী, নয়া নোটে কিছু লেখা থাকলে সেগুলি অবৈধ বলে বিবেচিত হবে এবং সেগুলি আর বৈধ বলে বিবেচিত হবে না।' (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
2/5সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই বার্তা পুরোপুরি ভুয়ো বলে জানিয়েছে প্রেস ইনফরমেশন ব্যুরো। টুইটার হ্যান্ডেল @PIBFactCheck-র তরফে স্পষ্টভাবে বলা হয়েছে, 'ব্যাঙ্কের নোটের উপর কোনও লেখা থাকলে সেটি কি বাতিল হয়ে যাবে? না, কোনও নোটের উপর লেখা থাকলেও সেটা বাতিল হয় না। তা বৈধ থাকে।' (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
3/5তবে প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফে নোট নোংরা না করার পরামর্শ দেওয়া হয়েছে। @PIBFactCheck-র তরফে বলা হয়েছে, 'ক্লিন নোট পলিসির আওতায় নোটের উপর কিছু না লেখার জন্য মানুষকে আর্জি জানানো হচ্ছে। কারণ সেটা নোটকে নোংরা করে দেয় এবং সেটার জীবনকাল কমিয়ে দেয়।' (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
4/5রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) ক্লিন নোট পলিসির আওতায় কী কী বলা হয়েছে? ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে নোটে স্টেপল না করার, নোটে না লেখার, নোট দিয়ে মালা বা খেলনা তৈরি না করার, প্যান্ডেল না সাজানোর, কোনও অনুষ্ঠানে কারও উপর নোট না ওড়ানোর মতো বিষয় মেনে চলার আর্জি জানানো হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
5/5সেইসঙ্গে ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, দেশের সমস্ত ব্যাঙ্কের সব শাখায় ছেঁড়া, নোংরা নোট পালটে দেওয়ার ব্যবস্থা থাকতে হবে। শুধুমাত্র স্মল ফিনান্স ব্যাঙ্ক এবং পেমেন্ট ব্যাঙ্কের ক্ষেত্রে সেই নিয়ম বাধ্যতামূলক নয় বলে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)