Doordarshan past facts on World television day: বিশ্ব টেলিভিশন দিবস ২১ নভেম্বর।৬০ বছর আগে বড় পর্দার পাশাপাশি ছোট পর্দায় বিনোদন উপভোগের শুরু। প্রথমদিকে কেমন ছিল দূরদর্শন, ফিরে দেখা কিছু ইতিহাস।
1/8সারা বিশ্বে জুড়ে ২১ নভেম্বর পালন করা হয় বিশ্ব টেলিভিশন দিবস। ৬০ বছর আগে বড় পর্দার পাশাপাশি ছোট পর্দায় প্রথম বিনোদনের শুরু। ১৯৯৬ সাল থেকে জাতিসংঘ এই দিনটি পালন করা শুরু করে। (Unsplash)
2/8টিভি দর্শককে শিক্ষিত ও প্রভাবিত করার মাধ্যম বলেই এই দিনটিকে পালন করা শুরু হয়। ভারতে টেলিভিশন যুগের শুরুতে শুধু দূরদর্শন চ্যানেলই দেখানো হত। মুম্বাইয়ের দূরদর্শন এই বছর সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে। (Unsplash)
3/8প্রথমদিকে দূরদর্শনে তথ্যমূলক অনুষ্ঠান দেখানো হত। এর মধ্যে থাকত স্বাস্থ্য নিয়ে নানারকম অনুষ্ঠান। পরে আরও অনুষ্ঠান শুরু হয়। (Unsplash)
4/8১৯৮০ সাল থেকে একরকম বিপ্লব এল দূরদর্শনে। রামায়ণ মহাভারতের মতো মহাকাব্যও দেখানো শুরু হয়। (Unsplash)
5/8ধীরে ধীরে সিনেমা হলের বিকল্প হয়ে উঠল টিভি। সন্ধ্যে হলেই যে বাড়িতে টিভি আছে, পাড়ার সবাই সেখানে হাজির হত। (Unsplash)
6/8মহাকাব্যের পাশাপাশি সার্কাস, ফৌজি, মালগুড়ি ডেজ-এর মতো অনুষ্ঠানও দেখানো হত। সে সময় ভীষণ জনপ্রিয় হয় অনুষ্ঠানগুলো। (Unsplash)
7/8এরপর ধীরে ধীরে বাড়তে থাকে চ্যানেল। স্টার, জি টিভির মতো সংস্থারা তাদের চ্যানেল দেখানো শুরু করে। পাশাপাশি কার্টুনৎও আঞ্চলিক চ্যানেলের সংখ্যাও বেড়ে যায়। (Unsplash)
8/8বর্তমানে টিভির থেকেও বেশি জনপ্রিয় হয়ে উঠছে ওটিটি চ্যানেল। তবে আগের প্রজন্মের কাছে এখনও টিভির সেই আকর্ষণ হারায়নি। (Unsplash)