বেশি বেতন বা সুযোগ সুবিধায় প্রলুব্ধ হয়ে সরকারি চাকরি ছাড়ছেন ডিআরডিও বিজ্ঞানীরা। এই আবহে বিজ্ঞানীদের সংস্থায় ধরে রাখতে বেনজির পদক্ষেপ করতে চলেছে প্রতিরক্ষা মন্ত্রক।
1/4বিজ্ঞানীরা যাতে ভারত ছেড়ে অন্য দেশে বা সংস্থায় যোগ না দেয় তা নিশ্চিত করতে এবার পদক্ষেপ গ্রহণ করতে চলেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গনাইজেশন। ডিআরডিও অবিলম্বে বিজ্ঞানীদের দুটি অতিরিক্ত ইনক্রিমেন্ট দেওয়ার প্রস্তাব করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এই প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। যার ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। (প্রতীকী ছবি) (HT_PRINT)
2/4জানা গিয়েছে, ডিআরডিও থেকে বিজ্ঞানীদের দেশত্যাগের ধারা অব্যাহত। সে কারণেই নতুন করে বেতন বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করেছে প্রতিষ্ঠানটি। জানা গিয়েছে, গত পাঁচ বছরে প্রায় ১৫০ জন বিজ্ঞানী ডিআরডিও থেকে চাকরি ছেড়ে দিয়েছেন। যদিও ডিআরডিও দাবি করেছে যে চাকরি ছেড়ে যাওয়া বিজ্ঞানীদের সংখ্যা আগের তুলনায় কমেছে। কিন্তু এখনও, প্রতি বছর প্রায় ৩০ জন বিজ্ঞানীর চাকরি ছেড়ে যাচ্ছেন, যা নিয়ে উদ্বিগ্ন প্রতিরক্ষা মন্ত্রক। (HT_PRINT)
3/4জানা গিয়েছে, অন্যত্র ভালো সুযোগ পাওয়ার কারণেই অধিকাংশ বিজ্ঞানী তাদের চাকরি ছেড়ে চলে গিয়েছেন। এদিকে ডিআরডিও বিজ্ঞানীরা আগে পিআরআইএস স্কিমের সুবিধা পেতেন। কিন্তু কয়েক বছর আগে এটি বন্ধ করে দেওয়া হয়েছিল। এর জেরেও বিজ্ঞানীরা অন্যত্র চলে যাচ্ছেন। (HT_PRINT)
4/4'হিন্দুস্তান'-এর কাছে উপলব্ধ নথি অনুসারে, যতক্ষণ না ডিআরডিও বিজ্ঞানীদের পিআরআইএস প্রকল্পের আওতায় আনছে, ততক্ষণ তাদের অতিরিক্ত ইনক্রিমেন্ট দিয়ে উৎসাহিত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর জন্য, C থেকে F ক্যাটাগরি পর্যন্ত সমস্ত বিজ্ঞানীদের জন্য দুটি অতিরিক্ত ইনক্রিমেন্ট প্রদান করা হতে পারে। (HT_PRINT)