বাংলা নিউজ > ছবিঘর > Down Main Line in Balasore Restored: বালাসোরে চালু হল ডাউন মেন লাইন, নিজে দাঁড়িয়ে কাজ করাচ্ছেন অশ্বিনী বৈষ্ণব

Down Main Line in Balasore Restored: বালাসোরে চালু হল ডাউন মেন লাইন, নিজে দাঁড়িয়ে কাজ করাচ্ছেন অশ্বিনী বৈষ্ণব

শনিবার সকাল থেকে বালাসোরের বাহানগা বাজার স্টেশনে আছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পর উদ্ধারকাজ এবং লাইন মেরামতির কাজ তদারকি করতে সেখানে মন্ত্রী। এই আবহে আজ তিনি জানিয়ে দিলেন যে ডাউন মেন লাইন পুরোপুরি মেরামতি করা হয়েছে। এই লাইন চালু হয়েছে।