36th National Games Drone Show: নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে জাতীয় গেমসের উদ্বোধনের আগে ড্রোন শো উপভোগ করলেন মোদী
Updated: 29 Sep 2022, 02:13 PM IST Abhijit Chowdhury 29 Sep 2022 narendra modi, 36th national games, ahmedabad, নরেন্দ্র মোদী, গুজরাট, ৩৬তম জাতীয় গেমস, আমদাবাদ, নরেন্দ্র মোদী স্টেডিয়াম৩৬তম জাতীয় গেমসের আজ শুভ সূচনা। এই প্রথমবারের মতো... more
৩৬তম জাতীয় গেমসের আজ শুভ সূচনা। এই প্রথমবারের মতো গুজরাটে বসল জাতীয় গেমসের আসর। আগামী ১২ অক্টোবর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা৷ আজ আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গেমসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী৷ উদ্বোধনী অনুষ্ঠানের আগে, গতকাল আমদাবাদে সবরমতী রিভারফ্রন্টে একটি জাঁকজমকপূর্ণ ড্রোন প্রদর্শিত হয়। সেই অনুষ্ঠানের ছবি অনলাইনে পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
পরবর্তী ফটো গ্যালারি