একধাক্কায় পশ্চিমবঙ্গে কমল দৈনিক করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। তাতে অবশ্য আশ্বস্ত হওয়ার ইঙ্গিত মিলল না। বরং উদ্বেগ বাড়াল সংক্রমণের হার। যা সোমবারও বাড়ল।
1/8সোমবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে ১৯,২৮৬ জনের হদিশ মিলেছে। রবিবারের বুলেটিনে সেই সংখ্যাটা ছিল ২৪,২৮৭। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
2/8একধাক্কায় দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় ৫,০০০ কমলেও আখেরে পশ্চিমবঙ্গের করোনা চিত্রের মোটেও উন্নতি হয়নি। উলটে সংক্রমণের হার বা পজিটিভিটি রেট বেড়ে ৩৭.৩২ শতাংশে পৌঁছে গিয়েছে। যা আগেরদিন ৩৩ শতাংশের মতো ছিল। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় ৫১,৬৭৫ টি নমুনা পরীক্ষা হয়েছে। আগেরদিন সেই সংখ্যাটা ছিল ৭১,৬৬৪। অর্থাৎ ২০,০০০ নমুনা পরীক্ষা কমতে পশ্চিমবঙ্গে দৈনি আক্রান্তের সংখ্যা ৫,০০ কমে গিয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
3/8সোমবারের বুলেটিন অনুযায়ী, কলকাতায় কমেছে দৈনিক আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় কলকাতায় ৫,৫৫৬ জন আক্রান্ত হয়েছেন। আগেরদিন যা ছিল ৮,৭১২। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/8শেষ ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় ৪,২৯৭ জন, হাওড়ায় ১,৬২৫ জন, দক্ষিণ ২৪ পরগনায় ১,২২৫ জন, পশ্চিম বর্ধমানে ১,০০৮ জন, হুগলিতে ৯৩৪ জন, বীরভূমে ৬৫৪ জন এবং পূর্ব বর্ধমানে ৬১৬ জন আক্রান্তের হদিশ মিলেছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
5/8শেষ ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে কম করোনা আক্রান্তের হদিশ মিলেছে কালিম্পঙে (৪০)। আলিপুরদুয়ারে ৫৩ জন এবং কোচবিহারে ৫৮ জন আক্রান্তের হদিশ মিলেছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
6/8গত ২৪ ঘণ্টায় রাজ্যে ১৬ জনের মৃত্যু হয়েছে। আগেরদিন যে সংখ্যাটা ছিল ১৮। রাজ্যে মোট করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯,৯১৭। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
7/8স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৮,৮১৭ জন করোনা মুক্ত হয়েছেন। তার ফলে করোনাকে হারিয়ে দিয়েছেন মোট ১৬,৬৫,২২১ জন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
8/8আপাতত রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৯,১৯৪। একদিনে তা বেড়েছে ১১,০৮৩। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)