Durga Puja Skin care tips with Besan: বেসন গুলে যে... more
Durga Puja Skin care tips with Besan: বেসন গুলে যে তেলেভাজা খেয়ে মুখে ব্রণর মতো সমস্যা দেখা দেয়, আর তাকে খুঁটে দাগছোপ তৈরি হয়, সেই দাগ সারাতেও বেসনই সেরা! বেসনে ত্বক উজ্জ্বল যেমন হয়, তেমনই দাগছোপ চলে যায়, এছাড়াও বয়সজনিত দাগও চলে যায় বেসনে। খুব ভালো স্ক্রাবার হিসাবে ব্যবহার হয় বেসন।
1/6বেসন গুলে ছাঁকা তেলে ভাজার জন্য সবজি ছাড়তেই মনে পুলক অনেকেরই জন্মায়! আবার সেই বেসনগুলেই ত্বকে আসতে পারে জেল্লা। তবে সেক্ষেত্রে শুধু বেসন একলা নিলে চলবে না। সঙ্গে কয়েকটি জিনিস মিশিয়ে নিতে হবে। দুর্গাপুজোয় পাড়ার সকলকে যদি রূপে চমক দিতে চান, তাহলে ঝটপট পুজোর আগে থেকে ট্রাই করুন এই উপায়গুলি।
2/6বেসনের উপকার- বেসন গুলে যে তেলেভাজা খেয়ে মুখে ব্রণর মতো সমস্যা দেখা দেয়, আর তাকে খুঁটে দাগছোপ তৈরি হয়, সেই দাগ সারাতেও বেসনই সেরা! বেসনে ত্বক উজ্জ্বল যেমন হয়, তেমনই দাগছোপ চলে যায়, এছাড়াও বয়সজনিত দাগও চলে যায় বেসনে। খুব ভালো স্ক্রাবার হিসাবে ব্যবহার হয় বেসন।
3/6বেসন, অ্যালোভেরা জুটি- বেসনে অ্যালোভেরা জেল (যা পাতার ভিতরে থাকে) তা গুলে নিয়ে তা মুখে ১০ মিনিট লাগিয়ে রেখে তারপর ধুয়ে ফেলুন জল দিয়ে। এটি সপ্তাহে ২ থেকে ৩বার করুন।
4/6বেসন, হলুদ জুটি- বেসনের মধ্যে হলুদ আর গোলাপজল গুলে নিয়ে তা মুখে , ত্বকের বিভিন্ন অংশে লাগিয়ে রাখুন। খানিক বাদে তা তুলে নিন জল দিয়ে ধুয়ে। এটি সপ্তাহে ২ বার করতে পারেন।
5/6বেসন, মুলতানি মাটির জুটি- বেসনের সঙ্গে মুলতানি মাটি মিশিয়ে পেস্ট তৈরি করুন। চমৎকার কাজ দেবে। তারপর মুখ ধুয়ে নিন। এরপর ২ থেকে ৩ বার এমন কাজ পরপর করুন।
6/6বেসন, টমাটো জুটি- বেসনের সঙ্গে টমাটোর পিউরি মিশিয়ে নিন। তার পেস্ট বানিয়ে মুখে খানিকক্ষণ লাগিয়ে নিয়ে রেখে দিন। এটি সপ্তাহে ২ থেকে ৩ বার করে দেখুন। মিলবে ফলাফল। ত্বক হবে উজ্জ্বল।