২০২২ দুর্গাপুজো ঘিরে কার্যত সাজো সাজো রব। পুজোর কে... more
২০২২ দুর্গাপুজো ঘিরে কার্যত সাজো সাজো রব। পুজোর কেনাকাটাও নিশ্চয় শুরু করে এবার শেষ করার মুখে? এখনও যদি পুজোর সপ্তমীর জন্য অর্গানজা শাড়ি কেনা বাকি থাকে, তাহলে চটপট দেখুন এই টিপস।
1/4এবারের পুজোয় কেনাকাটা নিশ্চয়ই অনেক দূর গড়িয়েছে। তবে লাস্ট মোমেন্টের ইচ্ছায় আরও একটা শাড়ি কি ঢুকতে চলেছে আলমারিতে? আর সেই শাড়ি যদি হয় অর্গানজা, তাহলে জেনে নিন আসল আর্গানজা শাড়ি চিনে নেওয়ার উপায়। অর্গানজা বলে অন্য শাড়ি কেনার থেকে, আগে দেখে নিন আসল অর্গানজা শাড়িতে কী কী বৈশিষ্ট থাকে।
2/4অর্গানজার ফেবরিক হবে খানিকটা ‘স্টিফ’ ধরনের হয়। আর শাড়ির বুনোটে থাকবে সিল্কের ছোঁয়া। তবে সিল্কের মতো মসৃণ, নরম বা চকচকে হবে না অর্গানজা। আসল অর্গানজা শাড়ি খুবই স্বচ্ছ্ব হয়।
3/4অর্গানজা শাড়ির মধ্যে একটা ‘বাউন্সি’ অনুভূতি থাকবে। এর বাউন্সিভাব বোঝা যাবে, যত এটিকে ভাঁজ করবেন ততই। এতেই প্রমাণ পাবেন আসল অর্গানজা শাড়ির। এই শাড়ি ভাঁজ করে শক্ত সার্ফেসে সজোরে রাখলেই এর বৈশিষ্ট চেনা যাবে। আসল অর্গানজায় শাড়ির স্বচ্ছ্বতা এতটাই হবে যে তার এক পাল্লার নিচে হাত রাখতে আঙুলের কড় দেখা যাবে।
4/4অর্গানজার মধ্যে ওকটা মড়মড়ে ভাব থাকবে। শাড়িতে হাত দিলে বা বিশেষত ভাঁজ করলেই তা বুঝতে পারবেন। বলা হচ্ছে, শাড়িতে আঙুল আলতো করে বোলালেই আসল অর্গাজনা শাড়ির মুচমুচে ভাবটি বোঝা যাবে।