র্যাশ, ফুসকুড়ি, ব্যাকটেরিয়া সংক্রমণের মতো নানা স... more
র্যাশ, ফুসকুড়ি, ব্যাকটেরিয়া সংক্রমণের মতো নানা সমস্যা হতে পারে ডায়পার থেকে। তাই এক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলি মাথায় রাখা খুব জরুরি।
1/7আজকাল বাবা-মায়েরা শিশুর জন্য ডায়পার ব্যবহার করে থাকেন। এর ফলে যেমন বারবার ন্যাপি বদলানোর ঝামেলা থাকে না, তেমনই রাতে ঘুমোতেও একটানা পারে আপনার সন্তান। তবে ডায়পার ব্যবহারের সময় এই বিষয়গুলো মাথায় রাখা খুব জরুরি।
2/7শিশুর ত্বক কোমল, শক্ত কিছু তাদের ত্বকের ক্ষতি করতে পারে। কিছু ডায়াপার উৎপাদনকারী সংস্থা প্রায়ই ডায়াপার তৈরি করতে সিন্থেটিক ফাইবার, রং বা অন্যান্য কঠোর রাসায়নিক ব্যবহার করে যা বাচ্চার ত্বকের ক্ষতি করতে পারে এবং অ্যালার্জি তৈরি করতে পারে।
3/7দীর্ঘক্ষণ ভেজা ডায়পার পরে থাকলে ফুসকুড়ি হতে পারে। এমনকী ব্যাকটেরিয়া সংক্রমণও হতে পারে। তাই একটানা একটা ডায়পার পরিয়ে রাখা থেকে বিরত থাকুন।
4/7৪-৫ ঘণ্টার বেশি একটা ডায়পার ব্যবহার না করাই ভালো। ডায়পার খুলে ওয়েট টিস্যু দিয়ে ভালো করে মুছিয়ে দিন। একটা ডায়পার খোলার অন্তত ৩০ মিনিট পর পরের ডায়পার পরাবেন।
5/7সঙ্গে ডায়পার পরানোর আগে পাউডার বা ডায়পার র্যাশ ক্রিম ব্যবহার করুন। এতে ফুসকুড়িও বেরোবে না। নারকেল তেলও লাগাতে পারেন। নারকেল তেলে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান খুব কার্যকরী শিশুদের কাজে।
6/7বাচ্চা একটু বড় হলে কাপড়ের ডায়পার ব্যবহার করুন। এগুলো বাচ্চার একবারের প্রস্রাব শোষণ করতে পারে। বিশেষ করে যে সমস্ত বাচ্চাদের টয়লেট ট্রেনিং দেওয়া হচ্ছে তাদের ক্ষেত্রে এই কাপড়ের ডায়পার খুব কার্যকরী।
7/7একইসঙ্গে ডায়পার কেনার সময় কী ধরনের জিনিস দিয়ে তা তৈরি হয়েছে সেটাও পরে নিন। খুব সস্তার ডায়পার না কেনাই ভালো।