রবিবার সামাজিক রীতিনীতি মেনে বিয়ের পর্ব সারলেন দুর্নিবার-মীনাক্ষী।
1/13পাঁচ বছর আগে ‘সারেগামাপা’-র মঞ্চে দুর্নিবারকে প্রথম দেখেছিলেন মীনাক্ষী। রূপকথার গল্পের মতো একে অপরের কাছাকাছি আসেন। অবশেষে কাঙ্খিত পরিণতি পেল এই রূপকথার গল্প। রবিবার বিয়ের পর্ব সেরে ফেললেন এই জুটি।
2/13দু-বছরের প্রেম সম্পর্কের পর ২০১৭ সালে আইনি মতে বিয়ে সেরে ফেলেন তাঁরা। তারপর চুটিয়ে লিভ-ইন। এবার ঘটা করে ছাদনা তলায় চার হাত এক হল।
3/13রবিবার একদম বাঙালি রীতি-নীতি মেনে গাঁটছড়া বাঁধলেন দুর্নিবার-মীনাক্ষী। সংগীত,মেহেন্দি, গায়ে হলুদ শেষে বিয়ের মূল অনুষ্ঠান।
4/13দুর্নিবার-মীনাক্ষীর বিয়ের আসরে হাজির ছিলেন সদ্যবিবাহিত ইমন-নীলাঞ্জন।
5/13ইমনের প্রাক্তন শোভনও এদিন হাজির ছিলেন দুর্নিবার-মীনাক্ষীর আসরে। সঙ্গে ছিলেন শোভনের প্রেমিকা স্বস্তিকা দত্ত।