East-West Metro Sealdah Station: এবার শিয়ালদা থেকে দু'দিকের টানেলেই চালু হবে মেট্রো পরিষেবা!
Updated: 24 Mar 2023, 02:47 PM ISTশিয়ালদা মেট্রো স্টেশনের দুই দিকের প্ল্যাটফর্মেই এব... more
শিয়ালদা মেট্রো স্টেশনের দুই দিকের প্ল্যাটফর্মেই এবার মেট্রো ট্রেন আসবে। জানা গিয়েছে, শীঘ্রই পূর্বগামী টানেলের পাশাপাশি শিয়ালদা থেকে পশ্চিমগামী টানেলও মেট্রো চলবে এবার থেকে। এর ফলে শিয়ালদা ও সল্টলেক সেক্টর ফাইবের মধ্যকার মেট্রো পরিষেবা আরও মসৃণ হবে বলে আশা করছে রেল কর্তৃপক্ষ।
পরবর্তী ফটো গ্যালারি