Bowbazar Metro Work Progress: বউবাজারের বড় 'হার্ডল' পার, ফাঁক ঘুচিয়ে পুরো জোড়া হল ইস্ট-ওয়েস্ট মেট্রোর টানেল
Updated: 17 Dec 2024, 10:14 PM ISTবউবাজারের নীচের পশ্চিমমুখী টানেলের বড় 'হার্ডল' পার করে ফেলল মেট্রো কর্তৃপক্ষ।। ফাঁক ঘুচিয়ে পুরো জোড়া হল ইস্ট-ওয়েস্ট মেট্রোর টানেল। যা ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত পরিষেবা শুরুর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
পরবর্তী ফটো গ্যালারি