ISL-এর অ্যাওয়ে ম্যাচে দাদাগিরি লালহলুদের! চেন্নাইয়িন এফসিকে ২-০ গোলে হারাল জিকসন,বিষ্ণুরা… শেষ ৩ ম্যাচে এল ৭ পয়েন্ট…
Updated: 07 Dec 2024, 07:03 PM ISTআইএসএলের অ্যাওয়ে ম্যাচে চেন্নাইয়িন এফসির মাঠে গিয়ে তাঁদের ডেরায় দাদাগিরি করে এল ইস্টবেঙ্গল। পরিষ্কার ২-০ গোলে ম্যাচ জিতল লালহলুদ। পিভি বিষ্ণুর প্রথম গোলটা ভালো, কিন্তু জিকসন সিংয়ের ৮৪ মিনিটের গোলটা যেন সোনায় বাঁধানো। দীর্ঘদিন আইএসএলের লিগ টেবিলের শেষে থাকার পর অবশেষে ওপরে উঠল ইস্টবেঙ্গল।
পরবর্তী ফটো গ্যালারি