ISL- ওড়িশা ম্যাচ খেলতে যাওয়ার আগে অনুশীলনে কড়া নজর ব্রুজোর! আলাদা কথা ক্লেইটনের সঙ্গে…বললেন, ‘কালই পয়েন্ট চাই’
Updated: 21 Oct 2024, 04:01 PM ISTমঙ্গলবার আইএসএলে নিজেদের ষষ্ঠ ম্যাচে নামবে ইস্টবেঙ্গল। সোমবারের অনুশীলনের পর ফুটবলারদের থেকে জানতে চান লালহলুদের হেড কোচ। বিদেশি ফুটবলার ক্লেইটন সিলভাসহ কয়েকজনের সঙ্গে আলাদা করেও যুবভারতীতে কথা বলেন অস্কার ব্রুজো। এছাড়াও ভিডিয়ো ক্লাসে ওড়িশা দলের ফুটবলারদের শক্তির দিকগুলো দেখিয়ে দিলেন ব্রুজো।
পরবর্তী ফটো গ্যালারি