DHFC-র নাম প্রত্যাহার! কলকাতা লিগ ঢুকছে লালহলুদে! অপেক্ষা আইএফএর সরকারি ঘোষণার…
Updated: 09 Oct 2024, 03:50 PM ISTকলকাতা লিগ কার্যত চ্যাম্পিয়ন হয়ে গেল ইস্টবেঙ্গল। আইএফএর সিদ্ধান্তের প্রতিবাদে লিগ থেকে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব দল তুলে নিচ্ছে, ফলে বাকি দুই ম্যাচে না খেলেই ৬ পয়েন্ট পাবে লালহলুদ, সেই সুুবাদে তারাই চ্যাম্পিয়ন হবে। যদিও অপেক্ষা রয়েছে আইএফএর সরকারি ঘোষণার।
পরবর্তী ফটো গ্যালারি