৫ নম্বরে থাকা দলের বিরুদ্ধে পিছিয়ে পড়েও জয়! ব্রুজো ম্যাজিকে ৪-২ গোলে পঞ্জাব বধ…১১ ম্যাচে ১০ পয়েন্ট লালহলুদের…
Updated: 17 Dec 2024, 09:35 PM ISTদিয়ামানতাকোস ছিলেন না। না থাকায় তালিকায় ছিলেন জিকসন, ক্রেসপো, তালালরা। তাও আটকানো গেল না লালহলুদকে। যুবভারতীতে ২ গোলে পিছিয়ে পড়েও পঞ্জাব এফসিকে ৪-২ গোলে হারাল অস্কার ব্রুজোর ছেলেরা। দ্বিতীয়ার্ধে ব্রুজোর ভোকাল টনিকেই বদলে গেল গোটা দলের চিত্র। তেল খাওয়া মেশিনের মতোই দৌড়ালেন নন্দকুমার,মাহেররা।
পরবর্তী ফটো গ্যালারি