ISL EBFC vs KBFC Live Blog- এগিয়ে গিয়েও কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে ২-১ হার ইস্টবেঙ্গলের
Updated: 22 Sep 2024, 09:37 PM ISTএগিয়ে গিয়েও কেরলের মাঠে জিততে পারল না ইস্টবেঙ্গল। কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে ২-১ হার ইস্টবেঙ্গলের। লালহলুদকে ম্যাচের ৫৯ মিনিটে গোল করে এগিয়ে দিয়েছিলেন পিভি বিষ্ণু। এর তিন মিনিটের মধ্যেই কেরলের হয়ে গোল শোধ করেন নোয়াহ। ৮৯ মিনিটে কেরলের জয়সূচক গোলটি করেন পেপরাহ।
পরবর্তী ফটো গ্যালারি