East-West Metro Fare Chart: মাত্র কয়েক মিনিটের অপেক্ষা। তারপরই ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদা স্টেশনের উদ্বোধন হতে চলেছে। যা ইস্ট-ওয়েস্ট মেট্রোর অষ্টম স্টেশন। শিয়ালদা থেকে কোন স্টেশনে যেতে কত টাকা খরচ পড়বে, তা দেখে নিন -
1/8ফুলবাগান- ১০ টাকা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
2/8সল্টলেক স্টেডিয়াম- ১০ টাকা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
3/8বেঙ্গল কেমিক্যাল- ১০ টাকা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/8সিটি সেন্টার- ২০ টাকা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
5/8সেন্ট্রাল পার্ক- ২০ টাকা। (ছবিটি প্রতীকী)
6/8করুণময়ী- ২০ টাকা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
7/8সল্টলেক সেক্টর ফাইভ- ২০ টাকা। (ছবিটি প্রতীকী)
8/8আজ শিয়ালদা মেট্রোর উদ্বোধন হলেও বাণিজ্যিক পরিষেবার জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। আগামী বৃহস্পতিবার (১৪ জুলাই) থেকে সর্বসাধারণের জন্য শিয়ালদা মেট্রো স্টেশনের দ্বার খুলে দেওয়া হবে।