বাংলা নিউজ > ছবিঘর > East-West Metro Latest Update: ইস্ট-ওয়েস্ট মেট্রো নিয়ে বড় পরিকল্পনা রেলের, আসতে চলেছে আরও রেক

East-West Metro Latest Update: ইস্ট-ওয়েস্ট মেট্রো নিয়ে বড় পরিকল্পনা রেলের, আসতে চলেছে আরও রেক

ইস্ট-ওয়েস্ট মেট্রোর পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। এই আবহে শীঘ্রই এই রুটে স্টেশনের সংখ্যা বাড়বে। সেই সময় যাত্রীদের চাহিদাও বাড়বে বলে মত মেট্রো কর্তৃপক্ষের। এই আবহে নয়া রেক আনার পরিকল্পনা করছেন কর্তারা। আগামী বছরই বেশ কয়েকটি রেক এসেও যাবে কলকাতায়।