East-West Metro Latest Update: পুরনো রুটকে হারিয়ে নয়া নজির গঙ্গার নীচের মেট্রোর, পকেটে ঢুকল কয়েক কোটি
Updated: 19 May 2024, 10:49 AM ISTগঙ্গার নীচ দিয়ে মেট্রো চালু হয়েছে দুই মাসের কিছু বেশি সময় হল। আর এরই মধ্যে এই রুটের মেট্রোর ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন কয়েক লাখ যাত্রী। নিত্য অফিসে যাতায়ত হোক কি হাওড়ায় গিয়ে পর্যটকদের ট্রেন ধরা, সব ক্ষেত্রেই ভরসা এই গ্রিন লাইনের মেট্রো। আর এতে করে মেট্রোর পকেট ক্রমেই ভরে উঠছে।
পরবর্তী ফটো গ্যালারি