খুশকি নিয়ে জেরবার হন অনেকেই। একবার খুশকির সমস্যা দেখা দিলে, তা সহজে যেতে চায় না।
1/7খুশকির সমস্যায় অনেকেই ভোগেন। এই সমস্যা থেকে কী করে মুক্তি পাবেন, সেটিও বুঝতে পারেন না। কিন্তু এর সহজ সমাধান আছে হাতের কাছেই। তেমনই বলছে আয়ুর্বেদ।
2/7বিশেষজ্ঞরা বলছেন, চুল পড়ে যাওয়ার একটা বড় কারণই হল এই খুশকি। কিন্তু খুশকি তাড়াবেন কী করে? রইল সহজ কয়েকটি সমাধান।
3/7জলে নিম পাতা ফুটিয়ে নিয়ে সেই জল ঠান্ডা করে মাথায় লাগান। তাতে খুশকি কমবে।
4/7খুশকি দূর করতে ত্রিফলা চূর্ণও দারুণ কাজের। এক কাপ দইয়ের মধ্যে এক চামচ ত্রিফলা চূর্ণ সারা রাত ভিজিয়ে রাখুন। সেই মিশ্রণ সকালে মাথায় মাখুন। আধ ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন। তাতে কমবে খুশকি।
5/7এক কাপ অ্যালো ভেরা জেলের সঙ্গে এক চামচ ক্যাসটর অয়েল মেশান। এই মিশ্রণ রাতে মাথায় মাখিয়ে রাখুন। তার পরে সকালে শ্যাম্পু করে মাথা ধুয়ে ফেলুন।
6/7সারা রাত মেথি দানা ভিজিয়ে রাখুন। তার পরে সকালে থেঁতো করে ঘুঁড়ো করে নিন। সেটির সঙ্গে একটু অ্যালো ভেরা জেল মেশান। সেটি মাথায় মাখুন। এক ঘণ্টা রেখে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।
7/7নারকেল একটি পাত্রে নিয়ে ১-২ মিনিট গরম করুন। তাতে অল্প কয়েক ফোঁটা লেবুর রস মেশান। দু’টি ভালো করে মেশান। সেই মিশ্রণ মাথায় মাখিয়ে রাখুন। তার পরে ধুয়ে ফেলুন।