গাছের যত্ন নেওয়ার সময় নেই, কিন্তু সবুজ ভালোবাসেন! আপনার জন্য আদর্শ এই চার ধরনের গাছ।
1/5কাজের চাপে অনেকেই বাগান করার সময় পান না! তবে শত ব্যস্ততার মাঝে দু' দণ্ড একফালি সবুজের মাঝে সময় কাটাতে পারলে মন্দ হয় না বলুন। এমন কিছু গাছের খোঁজ আপনাকে দেব, যার যত্ন লাগে খুব কম। এমনকী সপ্তাহে একদিন জল দিলেই চলে যায়। খাবারও লাগে সামান্য।
2/5ঘরের সাজে প্রাণ ঢেলে দিতে পারে অ্যান্থুরিয়াম। খুব সামান্য জল লাগে এই গাছে। সপ্তাহে একদিন জল দিলেই হল। তবে সকাল-বিকেল জল স্প্রে করে দিতে ভুলবেন না, বিশেষত গরমে আর শীতে। ঘরের ভিতরেই রাখতে পারেন এই গাছ। কড়া রোদ সহ্য করতে পারে না অ্যান্থুরিয়াম। তাই এমন জায়গায় রাখুন যেখানে আলো চলাচল খুব ভালো, কিন্তু সরাসরি রোদ পড়ে না এসে।
3/5নাম অ্যাডেনিয়াম। মরু গোলাপও বলা যেতে পারে। নামেই বুঝতে পারছেন, রোদ অনেক চাই। আর জল কম। নানা রঙের ফুল হয়- হলুদ, বেগুনি, সাদা, লাল কত কী! ডবল পেটালের ফুলগুলো ঠিক যেন গোলাপ। এই গাছেরও সেরকম যত্নআত্তির দরকার হয় না। বর্ষায় তো জল লাগেই না! আর গাছ যত বড় হবে, ঠিক ততই সুন্দর হবে এই গাছের কর্ডেক্স।
4/5ব্রোকেন হার্ট গাছখানা ঘরের অন্দরসজ্জায় দারুণ লাগে। লতানো গাছ হওয়ায় এটাকে আপনি ঘরের যে কোনও জায়গায় রেখে দিন। এবার লতিয়ে আসা পাতাগুলো ছড়িয়ে দিন ঘরের একপাশ থেকে অন্য পাশে। ব্যালকনিতেও রাখতে পারেন আপনারা এই গাছটি।
5/5গাছের শখ থাকলে লাগাতে পারেন ক্যাকটাসও। কাঁটা থাকলেও এই গাছের সৌন্দর্য দারুণ। অনেক ক্যাকটাস বসন্তে ফুলও দেয়। ক্যাকটাসেও খুব বেশি জলের প্রয়োজন হয় না। দেখভাল তো লাগে না বললেই চলে। তাই চাইলে এই গাছও আপনি রাখতে পারেন ঘরে।