খাবার জিনিসে পোকা দেখলে কার না রাগ হয়? আমাদের হাতের কাছেই এমন সমস্ত জিনিস থাকে, যা দিয়ে এই পোকা তাড়ানোর ঝঞ্ঝাট সহজেই মিটে যায়। যেমন ময়দায় খুব তাড়াতাড়ি পোকা ধরার প্রবণতা থাকে। তাই এমনটা থেকে ময়দাকে বাঁচাতে হলে তার মধ্যে একটি মসলিনের পরিচ্ছন্ন কাপড়ে লবঙ্গ আর এলাচ বেঁধে কাপড়টি রেখে দিন। বাকি টিপস দেখে নিন।
1/6রান্নাঘরে অতি যত্নে রাখলেও কিছু কিছু সময়ে দেখা যায়, ঠিক চালের কৌটো কিম্বা আটার শিশিতে খেলে বেড়াচ্ছে পোকা! দেখে রাগ হলেও, অগত্যা কী করা যায়, তা ঠাওরানো যায় না। তবে জানেন কি, আমাদের হাতের কাছেই এমন সমস্ত জিনিস থাকে, যা দিয়ে এই পোকা তাড়ানোর ঝঞ্ঝাট সহজেই মিটে যায়। দেখে নেওয়া যাক, চাল, আটা, সুজি, ময়দায় পোকা ধরলে কী কী করণীয় সেই পোকা ছাড়াতে।
2/6চাল- বলা হয় ঘরে ধনলক্ষ্মীকে ধরে রাখতে চালে সামান্য তুলসী পাতা রেখে দেওয়ার কথা। এই বিশ্বাস শাস্ত্র মতে। এদিক, পোকা গিজগিজে চাল থেকে পোকাকে দূর করতে হলে বলা হচ্ছে, তেজপাতা কয়েকটি তাতে রেখে দিতে। এছড়াও, এয়ার টাইট কৌট করে চাল রেখে তা ফ্রিজে ৩-৪ দিন রেখে দিন। দেখবেন আপনে আপ পোকা মরে গিয়েছে।
3/6ময়দা: ময়দায় খুব তাড়াতাড়ি পোকা ধরার প্রবণতা থাকে। তাই এমনটা থেকে ময়দাকে বাঁচাতে হলে তার মধ্যে একটি মসলিনের পরিচ্ছন্ন কাপড়ে লবঙ্গ আর এলাচ বেঁধে কাপড়টি রেখে দিন। পোকা হবে দূর।
4/6আটা: আটায় পোকা ধরার প্রবণতা সবচেয়ে বেশি। তাই আটাকে পোকা থেকে দূরে রাখতে আটার ডিব্বায় ফেলে দিন একটি কি দুটি নিমপাতা। এছাড়াএ পিঁপড়ে বা পোকা থেকে দবরে রাখতে আটার কৌটয় রাখতে পারেন তেজপাতা কিম্বা বড় এলাচ।
5/6সুজি: খেতে সুস্বাদু সুজি! তবে একে পোকা থেকে দূরে রাখা খুবই বড় ঝক্কি। সুজি কৌটয় ঢেলে রাখার সময় তাতে রেখে দিন কয়েকটি লবঙ্গ। এছাড়াও পরিচ্ছন্ন কাপড়ে গোলমরিচ বা লবঙ্গ রেখে দিতে পারেন। অনেক সময় সুজিতে ধরে যায় সাজা পোকা। তার জন্য বড় এলাচ বা দারচিনি খুবই জরুরি। (ফাইল ছবি)
6/6রান্নাঘর পোকা মুক্ত রাখার টিপস- রান্নাঘরে মশলাপাতি হোক বা আটা ময়দা, ঘনঘন সেখানে পোকা মাকড়ের হানা দেখা যায়। এছাড়াও ডালেও প্রচণ্ডভাবে পোকামাকড় হানা দেয়। এই সমস্যা থকে মুক্তি পেতে রসুন ছাড়িয়ে কয়েক কোয়া রেখে দিন রান্নাঘরের বিভিন্ন জায়গায়। সেদিকে ঘেঁষবে না পোকা। (এই প্রতিবেদনের তথ্য প্রচলিত মান্যতা নির্ভর। বিশদ জানতে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)