কিছু কিছু খাবার আপাতভাবে নিরাপদ বা নিরীহ হলেও সেগুলি যৌনস্বাস্থ্যের জন্য মোটেই ভালো নয়। শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার ঠিক আগে এগুলি খেলে কমে যেতে পারে মিলনের চাহিদা। জেনে নিন, কোন কোন খাবার খাবেন না।
1/7প্রেমের সম্পর্ক বা বৈবাহিক সম্পর্ক সুখের হবে কি না, তার অনেকটাই নির্ভর করে শারীরিক সম্পর্কের উপর। তাই যৌনজীবন স্বাস্থ্যকর হওয়া খুব দরকারি। কিন্তু জানেন কি কিছু কিছু খাবার যৌন মিলনের আগে খেলে, সমস্যা হতে পারে? মানে, যৌনমিলনের চাহিদাটাই কমে যেতে পারে?কোন কোন খাবার শারীরিক সম্পর্কের আগে খাবেন না? রইল তালিকা।
2/7চিউইং গাম: অনেকেই যৌনমিলনের আগে চিউইং গাম চিবিয়ে নেন। মুখের দুর্গন্ধ তাড়াতে এই কাজ করেন অনেকে। কিন্তু এটি স্বাস্থ্যকর অভ্যাস নয়। চিকিৎসকরা বলছেন, এতে সমস্যা হতে পারে। চিউইং গাম চিবিয়ে নেওয়ার সময়ে বায়ু ঢুকে যায় পেটে। তাতে অস্বস্তি হয়। এবং কমে যৌনমিলনের চাহিদা।
3/7ভাজাভুজি: অতিরিক্ত তেলে ভাজাভুজি এমনিতেই য়ৌনস্বাস্থ্যের জন্য খারাপ। তার উপরে মিলনের আগে এটি খেলে শরীরের অবস্থা আরও খারাপ হয়ে যায়। তাতে মিলনের আকাঙ্ক্ষা কমে।
4/7দুগ্ধজাত খাবার: অনেকেই মনে করেন, মিলনের আগে দুধ খেলে শারীরিক সম্পর্কের প্রতি চাহিদা বাড়ে। বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে এই কথা সত্যি বলেই মনে করেন অনেকে। কিন্তু আসলে অনেকেরই স্বল্পমাত্রায় ল্যাকটোজ ইনটলারেন্স থাকে। তাঁরা দুধ বা দুগ্ধজাত খাবার খেলে মিলনের সময়ে সমস্যা হয়।
5/7মদ্যপান: অনেকেই যৌনমিলনের আগে মদ্যপান করতে ভালোবাসেন। তাতে শারীরিক সম্পর্কে ভালো করে উপভোগ করা যায় বলে মনে করেন অনেকে। যদিও বিষয়টি সত্যি নয়। কারণ মদ্যপান আসলে শারীরিক সম্পর্কের চাহিদা কমিয়ে দেয়। প্রাথমিক পর্যায়ে উপভোগ্য থাকলেও মদ্যপানের মাত্রা বাড়লে, তা আর থাকে না।
6/7রসুন: এটির সঙ্গে অবশ্য শরীরের কোনও যোগ নেই। কিন্তু শারীরিক সম্পর্কের আগে রসুন খেলে মুখে দুর্গন্ধ হতে পারে। সেটি সঙ্গী বা সঙ্গিনীর জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে।
7/7স্যালাড: এই জাতীয় খাবার হজম করতে একটু সময় লাগে। তাতে পেট ভার হয়ে থাকে দীর্ঘ ক্ষণ। পেটের গ্যাসও হতে পারে। শারীরিক সম্পর্কে আগে এই জাতীয় খাবার খেলে তাই সমস্যা দেখা দিতে পারে।