রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, শপিফাই-তে গত ২০২০ সালের শেষে ৭,০০০ কর্মী ছিল। এদিকে করোনার সময়ে চাহিদা মেটাতে প্রচুর কর্মী নিয়োগ করে শপিফাই। ৩১ ডিসেম্বর ২০২১ নাগাদ সংস্থার মোট কর্মীর সংখ্যা প্রায় ১০,০০০-এ পৌঁছে যায়।
1/5কর্মীদের ১০% ছাঁটা করছে ই-কমার্স জায়ান্ট Shopify । এর ফলে প্রায় ১,০০০ কর্মী প্রভাবিত হবেন। মঙ্গলবার ওয়াল স্ট্রিট জার্নালের একটি রিপোর্টে এ কথা বলা হয়েছে। সংস্থার ত্রৈমাসিকের পারফরম্যান্স রিপোর্ট বেরনোর এক দিন আগেই এই খবর। ফাইল ছবি: এপি (AP)
3/5রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, শপিফাই-তে গত ২০২০ সালের শেষে ৭,০০০ কর্মী ছিল। এদিকে করোনার সময়ে চাহিদা মেটাতে প্রচুর কর্মী নিয়োগ করে শপিফাই। ৩১ ডিসেম্বর ২০২১ নাগাদ সংস্থার মোট কর্মীর সংখ্যা প্রায় ১০,০০০-এ পৌঁছে যায়। ফাইল ছবি: রয়টার্স (AP)
4/5তাছাড়া আমাজনের মতো বড় ব্র্যান্ডের সঙ্গে অনলাইনের বাজারে টিকে থাকাও শপিফাইয়ের পক্ষে দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। ফাইল ছবি: এএফপি (AP)
5/5এমন পরিস্থিতিতে টুইটার ও ইউটিউবের মাধ্যমে ইনফ্লুয়েন্সার মার্কেটিংকেই তুরুপের তাস করতে চাইছে সংস্থা। ইনফ্লুয়েন্সারদের ব্র্যান্ড, মার্চেন্ডাইজ বিক্রির বিষয়ে কোলাবরেশন করছে শপিফাই। ফাইল ছবি: এএফপি (AP)