Edible Oil Price Cheaper: ধারার পর এবার ফরচুন ব্র্যান্ডের ভোজ্য তেলের দাম ১০ টাকা কমানো হল। এফএমসিজি ফার্ম আদানি উইলমারের একটি ব্র্যান্ড হল ফরচুন। আদানি উইলমার গৌতম আদানি গোষ্ঠীর একটি কোম্পানি।
1/5আদানি উইলমার ফরচুন রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েলের এক লিটার প্যাকের সর্বোচ্চ খুচরা মূল্য বা এমআরপি ২২০ টাকা থেকে কমিয়ে ২১০ টাকা করেছে। কোম্পানি একটি বিবৃতিতে জানিয়েছে এই নয়া দাম। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
2/5একইভাবে, ফরচুন সয়াবিন এবং ফরচুন কাচ্চি ঘানি (সর্ষের তেল) এক লিটার প্যাকের এমআরপি ২০৫ টাকা থেকে কমিয়ে ১৯৫ টাকা করা হয়েছে। শিগগিরই নতুন দামের প্যাকেট বাজারে পৌঁছাবে। (ছবিটি প্রতীকী, গুস্তাভো কুয়েভাস/ডিপিএ/পিকচার অ্যালায়েন্স/ডয়চে ভেলে)
3/5সংস্থাটি বলেছে যে কেন্দ্রীয় সরকার ভোজ্যতেলের আমদানি শুল্ক কমানোর কারণে তেলের দাম কমানো হয়েছে। আদানি উইলমারের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও আংশু মালিক বলেন, 'আমরা আমাদের গ্রাহকদের কম খরচের সুবিধা দিয়ে যাচ্ছি... আমরা নিশ্চিত যে কম দামের ফলে চাহিদাও বাড়বে।' জানা গিয়েছে, ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে কী পরিস্থিতি হয়, তার উপর নির্ভর করে পরবর্তীতে দামের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
4/5আদানি উইলমারের শেয়ারের দাম: আদানি গ্রুপের একটি কোম্পানি আদানি উইলমারের শেয়ারের দাম ৫৮২.৪০ টাকা। আগের দিনের তুলনায় শেয়ারটির দাম ২.৯৮ শতাংশ কমেছে। বাজার মূলধনের প্রেক্ষিতে সংস্থার মূল্য ৭৫ হাজার ৬৯৩ কোটি টাকা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
5/5একাধিক রিপোর্ট অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে পড়েছে ভোজ্য তেলের দাম। পাম তেলের রফতানিতে ইন্দোনেশিয়া যে নিষেধাজ্ঞা চাপিয়েছিল, তা উঠে গিয়েছে। সেইসঙ্গে কয়েকটি ক্ষেত্রে শুল্ক কমিয়েছে কেন্দ্র। সেই পরিস্থিতিতে সূর্যমুখী তেল, সয়াবিন তেল, সর্ষের তেল এবং পাম তেলের দাম কমানোর পথে হাঁটতে চলেছে ভোজ্য তেল প্রস্তুতকারক সংস্থাগুলি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)