Edible Oil Prices: সোমবার প্রতি লিটারে ছয় টাকা পর্যন্ত কমছে সয়াবিন তেলের দাম। রবিবার এমনই ঘোষণা করা হল। যে নয়া দাম আগামিকাল (সোমবার, ২৭ জুন) থেকে কার্যকর হবে। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত এক লিটার সয়াবিন তেলের দাম ৫৫ টাকা বাড়ানো হয়েছিল। তিন দফায় বেড়েছিল দাম।
1/5প্রতি লিটারে সয়াবিন তেলের দাম ছ'টাকা পর্যন্ত কমতে চলেছে। এমনই ঘোষণা করলেন বাংলাদেশের ভোজ্য তেলের ব্যবসায়ীরা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
2/5রবিবার বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, লিটারপিছু সয়াবিন তেলের দাম ছয় টাকা পর্যন্ত কমানো হচ্ছে। যে নয়া দর আগামিকাল (সোমবার, ২৬ জুন) থেকে কার্যকর হচ্ছে বলে জানানো হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
3/5কত টাকা দাম পড়বে? বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৯ টাকা করা হচ্ছে। খুচরো বাজারে এক লিটার সয়াবিন তেলের দাম ১৮০ টাকা হয়ে যাবে। সেক্ষেত্রে পাঁচ টাকা কমানো হয়েছে দাম। পাঁচ লিটার বোতলের দাম পড়বে ৯৮০ টাকা। যা আপাতত ৯৯৭ টাকায় বিকোচ্ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
4/5চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত এক লিটার সয়াবিন তেলের দাম ৫৫ টাকা বাড়ানো হয়েছিল। তিন দফায় বেড়েছিল দাম। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
5/5সেই পরিস্থিতিতে এবার যে পরিমাণ দাম কমল, তা একেবারে নগণ্য হলেও কিছুটা স্বস্তি পেল আমজনতা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)