1/7ভোজ্য তেলের দাম কমাতে বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের। কমানো হল শুল্ক। তার ফলে এক ঝটকায় কমল দাম। (ছবিটি প্রতীকী, সৌজন্য হিন্দুস্তান টাইমস) (Bloomberg)
2/7অপরিশোধিত পাম তেলে শুল্ক কমিয়ে ৫.৫% করা হয়েছে। (ফাইল ছবি রয়টার্স) (Bloomberg)
3/7এতদিন ছিল এই শুল্ক ছিল ৭.৫%। ফলে অনেকটাই কমছে দাম। (ছবিটি প্রতীকী, সৌজন্য ব্লুমবার্গ) (Bloomberg)
4/7প্রসেসড, প্যাকেটজাত খাবার, বাণিজ্যিক ক্ষেত্রে পাম তেল ব্যবহৃত হয়। প্রতীকী ছবি : ইনস্টাগ্রাম (Bloomberg)
5/7দাম কতটা কমবে: ব্যবসায়ীদের মতে, এর ফলে দাম প্রতি কুইন্টাল ২৮০ টাকা পর্যন্ত কমতে পারে। এর আগে, ২০২১ সালের অক্টোবরে ভোজ্য তেলের আমদানি শুল্ক কমিয়েছিল সরকার। ছবি : পার্লে (Bloomberg)
6/7ভারতে ভোজ্য তেলের চাহিদার ৬০%-এরও বেশি আমদানি করা হয়। ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া হল RBD পামোলিন এবং অপরিশোধিত পাম তেলের প্রধান সরবরাহকারী। (ছবিটি প্রতীকী, সৌজন্য হিন্দুস্তান) (Bloomberg)
7/7মজুদ সীমার বিষয়েও নয়া সিদ্ধান্ত: সম্প্রতি, কেন্দ্রীয় সরকার ভোজ্য তেল এবং তৈলবীজের মজুদ সীমা ৩০ জুন, ২০২২ পর্যন্ত বাড়ানোর ঘোষণা করেছে। স্টোরেজ লিমিট অর্ডারের মাধ্যমে, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলি ভোজ্য তেল এবং তৈলবীজের মজুদ ও বিতরণ নিয়ন্ত্রণ করার ক্ষমতা পায়। অতিরিক্ত মজুদের মাধ্যমে যাতে কালোবাজারি না হয়, সেটা নিয়ন্ত্রণ করাই সরকারের লক্ষ্য। ছবি : ইনস্টাগ্রাম (Bloomberg)