Edible Oil Prices: হেঁশেলে স্বস্তি! ১৫ টাকা পর্যন্ত কমতে চলেছে বিভিন্ন ভোজ্য তেলের দাম
Updated: 17 Jun 2022, 09:45 AM ISTEdible Oil Prices: মূল্যবৃদ্ধির জেরে হেঁশেলে আগুন জ্বলছিল। দাম বেড়েছিল ভোজ্য তেলের। সেই পরিস্থিতি থেকে কিছুটা রেহাই পেতে চলেছে মধ্যবিত্ত। সূর্যমুখী তেল, সয়াবিন তেল, সর্ষের তেল এবং পাম তেলের এমআরপি (ম্যাক্সিমাম রিটেল প্রাইস) ১৫ টাকা পর্যন্ত কমাচ্ছে একাধিক ভোজ্য তেল প্রস্তুতকারক সংস্থা।
পরবর্তী ফটো গ্যালারি