Edible Oil Prices: এর আগে রান্নার তেলের দাম কিছুটা কমেছে। আগামিদিনেও দাম কিছুটা কমতে পারে। এ বিষয়ে বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে হয়েছে বৈঠকও।
1/5রান্নার তেলের দাম আরও কিছুটা কমতে পারে। এমনই পরিকল্পনা নিয়ে আলোচনায় কেন্দ্র। বুধবার খাদ্য মন্ত্রক এ বিষয়ে একটি জরুরি বৈঠক ডাকে। (ছবিটি প্রতীকী, গুস্তাভো কুয়েভাস/ডিপিএ/পিকচার অ্যালায়েন্স/ডয়চে ভেলে) (Bloomberg)
2/5বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন ভোজ্য তেল সংস্থার প্রতিনিধিরা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ) (Bloomberg)
3/5খাদ্য মন্ত্রকের আধিকারিকদের সূত্রে খবর, ভোজ্য তেলের MRP হ্রাস করার বিষয়ে নির্দেশিকা দেওয়া হয়েছে। এর ফলে আগামিদিনে ভোজ্য তেলের দাম হ্রাস পাবে বলে মনে করা হচ্ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ) (Bloomberg)
4/5নিউজ এইটিনের রিপোর্ট অনুযায়ী, এই পদক্ষেপের ফলে আগামিদিনে ২০ টাকা পর্যন্ত কমতে পারে রান্নার তেলের দাম। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ) (Bloomberg)
5/5বিশ্ববাজারে ভোজ্য তেলের চাহিদা ও মূল্য বৃদ্ধির প্রভাব পড়েছিল ভারতের বাজারেও। হু-হু করে বেড়েছিল রান্নার তেলের দাম। তবে গত কয়েক মাসে কিছুটা দাম নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে কেন্দ্রীয় সরকার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ) (Bloomberg)