Edible Oil Prices Reduced: একধাক্কায় ৩০ টাকা পর্যন্ত ভোজ্য তেলের দাম কমানোর সিদ্ধান্ত নিল আদানি গ্রুপের আদানি উইলমার। তবে সব ধরণের তেলের দাম ৩০ টাকা কমানো হয়নি। সেই পরিস্থিতিতে কোন ধরণের তেলের দাম কত টাকা পড়বে, তা দেখে নিন -
1/5প্রতি লিটারে ভোজ্য তেলের দাম ৩০ টাকা পর্যন্ত কমানোর ঘোষণা করল আদানি উইলমার। সয়াবিন তেলে সর্বাধিক দাম কমিয়েছে আদানি গ্রুপের ওই সংস্থা (ফরচুন ব্র্যান্ডের নামে তেল বিক্রি করা হয়)। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
2/5কত দাম কমেছে? এক লিটার পেট্রলের দাম ১৯৫ টাকা থেকে কমিয়ে ১৬৫ টাকা করা হয়েছে। সাদা তেলের দাম ২১০ টাকা থেকে কমিয়ে ১৯৯ টাকায় ঠেকেছে। অন্যদিকে, সরষের তেলের দাম পাঁচ টাকা কমানো হয়েছে। অর্থাৎ এবার থেকে এক লিটার সরষের তেলের দাম ১৯০ টাকা পড়বে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
3/5লিটারপিছু ফরচুন রাইস ব্র্যান অয়েলের দাম ২২৫ টাকা থেকে কমিয়ে করা হচ্ছে ২১০ টাকা। বাদাম তেলের দাম ২২০ টাকা করা হচ্ছে। যা আগে ২১০ টাকা ছিল। প্রতি লিটাকে রাগ বনস্পতির দাম ১৫ টাকা কমিয়ে ১৮৫ টাকা করা হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
4/5আদানি উইলমারের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও অংশু মল্লিক বলেছেন, 'বিশ্ব বাজারে যে দাম কমেছে, তার সুবিধা আমরা গ্রাহকদের কাছে পৌঁছে দিচ্ছি। নয়া দামের তেল শীঘ্রই বাজারে চলে আসবে।' তিনি জানিয়েছেন, আমজনতা শীঘ্রই কম দামে ভোজ্য তেল কিনতে পারবেন। যা আসন্ন উৎসবের মরশুমের আগে চাহিদা বৃদ্ধি করবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
5/5বিশ্ব বাজারে কমেছে ভোজ্য তেলের দাম। সেই পরিস্থিতিতে ঘরোয়া বাজারেও তেলের দাম কমানোর নির্দেশ দিয়েছিল কেন্দ্র। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এপি)