আজ রাজ্যের বহু জেলায় জারি থাকবে তাপপ্রবাহ। ঘূর্ণিঝড় মোখার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বঙ্গে। তবে ১২ ও ১৩ তারিখ কিছুটা স্বস্তি পেতে পারেন দক্ষিণবঙ্গবাসী। সেদিন বাংলার গা ঘেঁষে ধেয়ে যাবে ঘূর্ণিঝড় মোখা। দেখে নিন আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস।
1/7বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ায় দখিনাবাতাস প্রবেশ করবে না পশ্চিমবঙ্গে। এর বদলে উত্তর পশ্চিম দিক থেকে গরম ও শুষ্ক বাতাস প্রবেশ করবে রাজ্যে। এর জেরে রাজ্যে তাপমাত্রা বৃদ্ধি পাবে আগামী কয়েকদিন। এরপর আগামী ১২ ও ১৩ তারিখ দক্ষিণবঙ্গের কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে বলে দেখা যাচ্ছে আরএমসি ওয়েবসাইটে। (Pappi Sharma)
2/7হাওয়া অফিস জানিয়েছে, আজ এবং আগামিকাল দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের হলুদ ও কমলা সতর্কতা জারি করা হয়েছে। তবে এরপর আগামী ১২ তারিখ থেকেই আবহাওয়ায় আমূল পরিবর্তন আসতে পারে দক্ষিণবঙ্গে। বিশেষ করে দুই ২৪ পরগনায় নামতে পারে স্বস্তির বৃষ্টি। এমনই পূর্বাভাস জারি করল হাওয়া অফিস। (Pappi Sharma)
3/7আজ, ১০ মে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এবং বাঁকুড়ায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে। এর মধ্যে বীরভূম, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়ায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। বাকি জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। (Pappi Sharma)
4/7এরপর আগামিকাল ১১ মে, বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এবং বাঁকুড়ায় জারি থাকবে তাপপ্রবাহের পরিস্থিতি। এর মধ্যে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়ায় জারি করা হবে কমলা সতর্কতা। তাছাড়া মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমানে জারি থাকবে হলুদ সতর্কতা। এরপর ১২ তারিখও বেশ কিছু জেলায় জারি থাকবে তাপপ্রবাহ। (Pappi Sharma)
5/7আগামী ১৩ তারিখ বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। পূর্বাভাস অনুযায়ী, সেদিন বজ্রপাত সহ হালকা বৃষ্টি হতে পারে এই দুই জেলায়। যার জেরে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এরপর আগামী ১৪ তারিখ, রবিবার বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। সেদিন এই তিন জেলায় জারি হলুদ সতর্কতা। (Pappi Sharma)
6/7আজ এবং আগামিকাল, এই দু'দিন তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও। এই দুই জেলায় জারি হলুদ সতর্কতা। এদিকে আজ বৃষ্টি হবে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলায় দার্জিলিং, কালিম্পঙে। সঙ্গে হবে বজ্রপাত। এরপর আগামী কয়েকদিন শুষ্ক থাকবে আবহাওয়া। এরপর আবার ১৩ তারিখ এই দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। (Pappi Sharma)
7/7আজ বুধবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৮ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। এর আগে গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৯ ডিগ্রি সেলসিয়াস। বিধানগরে পারদ চড়েছিল ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াসে। ব্যারাকপুরে ৩৯ ডিগ্রি ও দমদমে ৩৮.৯ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছিল পারদ। (Pappi Sharma)