বৈশাখ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশীতে (আজ) এবার বিশেষ যোগ তৈরি হয়েছে। সকাল ৬ টা ১৩ মিনিট পর্যন্ত কন্যা রাশিতে ছিলেন চন্দ্র। প্রবেশ করেছেন তুলা রাশিতে। তারইমধ্যে শনির প্রভাবে কুম্ভ, মকর এবং মীন রাশির উপর সাড়েসাতি চলছে। শনির ঢাইয়া চলছে কর্কট ও বৃশ্চিক রাশির উপর। এই পাঁচ রাশির জাতকদের শনিবার পুজো করা উচিত। তার ফলে শনিদোষের প্রভাব কমবে। কোন চার উপায়ে পুজো করলে সংকট কিছুটা কাটবে, তা দেখে নিন -
1/5শনিবার সূর্যাস্তের পর পিপুল গাছের নিচে প্রদীপ জ্বালালে শনিদেব প্রসন্ন হন। তার ফলে আর্থিক অবস্থা ভালো থাকে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
2/5শনিবার রামভক্ত হনুমানজির পুজো করুন। পৌরাণিক কাহিনী অনুযায়ী, হনুমানজিকে শনিদেব কথা দিয়েছিলেন যে তাঁর ভক্তদের রক্ষা করবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
3/5শনি দেবকে প্রসন্ন করতে জন্য পিপুল গাছে জল দিন এবং সেই গাছটিকে সাত বার পরিক্রম করুন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
4/5কোনও গরিব মানুষকে শনিবার তেল দান করুন।
5/5(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে যে সব কথা বলা হয়েছে, তা যে পুরোপুরি সঠিক হবে, এমন দাবি করছে না হিন্দুস্তান টাইমস বাংলা। পুরোটাই জ্যোতিষীদের বক্তব্য তুলে ধরা হয়েছে।)