শয়তানকে পাথর ছোরার পর্বে অংশ গ্রহণ করছেন হাজার হাজার পূর্ণ্যার্থী। ইসলাম ধর্মে বিশ্বাস করা হয় যে, আল্লাহের কৃপা পেতে জীবনে একবার হজ যাত্রা করা পূণ্যের। সমস্ত শারীরিকভাবে সক্ষম ইসলাম ধর্মাবলম্বীদের এই হজ যাত্রায় যাওয়ার রীতি রয়েছে। যিনি হজে যান তাঁকে বলা হয় হজী।
1/7সহস্র মুসলিম পূণ্যার্থী মক্কার কাছে মীনার দিকে এগিয়ে চলেছেন। ‘শয়তানকে পাথর ছোঁরা’র পর্ব দিয়ে শুরু হয় ইদ-অল-আধা। এই বিশেষ পর্বের ধর্মীয় প্রাসঙ্গিকতা রয়েছে মুসলিম ধর্মে।
2/7শয়তানকে পাথর ছোরার পর্বে অংশ গ্রহণ করছেন হাজার হাজার পূর্ণ্যার্থী। ইসলাম ধর্মে বিশ্বাস করা হয় যে, আল্লাহের কৃপা পেতে জীবনে একবার হজ যাত্রা করা পূণ্যের। সমস্ত শারীরিকভাবে সক্ষম ইসলাম ধর্মাবলম্বীদের এই হজ যাত্রায় যাওয়ার রীতি রয়েছে। যিনি হজে যান তাঁকে বলা হয় হজী।
3/7হজ যাত্রা হল ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি। নমাজ পড়া, কলমা পড়া, রোজা রাখা, জাকাত দেওয়া ও হজে যাওয়া এই ৫ টি স্তম্ভের কথা বলা হয়। কোভিড পরিস্থিতিতে হজ যাত্রায় ৬০ হাজার মানুষের জমায়েত হয় ২০২১ সালে। এঁরা সকলেই ছিলেন সৌদি আরবের বাসিন্দা।
4/7এই বছর হজে প্রায় ৯ লাখ তীর্থযাত্রীর ভিড় হয়। তাঁদের মধ্যে ৭ লাখের বেশি মানুষ সৌদির বাইরের। হজে গমন করা পুরুষ ও মহিলারা সাদা পোশাক পরেন। এই সময় নখ টাকা, চুল কাটা, দাঁড়ি কাটতে বারণ করা হয়। নিষিদ্ধ পারফিউম লাগানো, বা ঝগড়া বিতর্ক করা।
5/7হজ যাত্রায় যাঁরা যান প্রথমে তাঁরা কাবা শরিফ প্রদক্ষিণ করেন। ইসলাম ধর্মমতে কাবাকে সবচেয়ে পবিত্র স্থান হিসাবে মানা হয়। কাবার দিকে তাকিয়ে ইসলাম ধর্মাবলম্বী হজ যাত্রীরা নমাজ পড়েন। পবিত্র কাবাকে আল্লাহর ঘর বলেও বিশ্বাস করা হয়।
6/7হজ পালনের অন্যতম গুরুত্বপূর্ণ নিয়ম হল শয়তানকে পাথর ছোরা। হজের নিয়ম অনুসারে মিনায় অবস্থিত তিনটি স্তম্ভে পাথর নিক্ষেপ করতে হয়। এই পাথর নিক্ষেপ করার স্তূপটিকে জামারা বলা হয়। ইসলামের এক ধর্মীয় মত অনুসারে জামারায় পাথর ছোরার প্রথা প্রতলিত। এতি হজের অপরিহার্য অংশ।
7/7চলতি বছরে প্রথা মেনে সৌদিতে পালিত হচ্ছে ইদ আল আধা। জমায়েত হয়েছে বহু মানুষের। (উল্লেখ্য, এই আলেখ্যটি সাধারণ তথ্যের ভিত্তিতে লেখা। ধর্মীয় তথ্যের সত্যতা যাচই করা হয়নি।)