বাংলা নিউজ > ছবিঘর > Eid al Adha 2022: কীভাবে পালিত হয় 'শয়তানকে পাথর নিক্ষেপ' -এর প্রথা? জানুন ইসলাম মতে হজযাত্রার এই নিয়মগুলি

Eid al Adha 2022: কীভাবে পালিত হয় 'শয়তানকে পাথর নিক্ষেপ' -এর প্রথা? জানুন ইসলাম মতে হজযাত্রার এই নিয়মগুলি

শয়তানকে পাথর ছোরার পর্বে অংশ গ্রহণ করছেন হাজার হাজার পূর্ণ্যার্থী। ইসলাম ধর্মে বিশ্বাস করা হয় যে, আল্লাহের কৃপা পেতে জীবনে একবার হজ যাত্রা করা পূণ্যের। সমস্ত শারীরিকভাবে সক্ষম ইসলাম ধর্মাবলম্বীদের এই হজ যাত্রায় যাওয়ার রীতি রয়েছে। যিনি হজে যান তাঁকে বলা হয় হজী।