রামাদানের শেষে প্রতি বছরের মতোই এল খুশির ইদ। কিন্তু করোনা আবহে যেন এ বছরের উত্সব উদযাপন কিছুটা ফিকে। মসজিদে নতুন পোশাক পরে সকলে মিলে প্রার্থনা, জমিয়ে খাওয়াদাওয়া- ইদের আসল মজাগুলিতেই এবার কোভিডের চোখরাঙানি। তাই, এবার ঘরে বসেই উদযাপন করা ছাড়া উপায় নেই।
গত বছরেও ইদ কেটেছে করোনা আবহে। দ্বিতীয় ওয়েভ আসার আগে অনেকেই এবার আবার আগের মতো ইদের আশা করেছিলেন। কিন্তু, করোনা আবহে সেই সব প্ল্যানই ভেস্তে গেল।কিন্তু তাই বলে কি আনন্দ ফিকে হতে দেওয়া যায়? একেবারেই নয়। বাড়ি থেকেই সোশ্যাল মিডিয়া, ভিডিয়ো কলের মাধ্যমেই চলুক উদযাপন। শুভেচ্ছা জানান আপনার প্রিয়জনকে।
আর খাওয়াদাওয়ার দিকটাও বাদ দেবেন কেন? বাড়িতেই আজ জমিয়ে খাওয়াদাওয়া করুন। হয় তো বন্ধু-পরিজনরা আজ আসতে পারবেন না। তাঁদেরটা না হয় ডিউ থাক! আজ পরিবারের সকলের সঙ্গেই জমে উঠুক ভুঁড়িভোজ।
আর সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় বার্তা পাঠাতে ভুলবেন না! আপনাদের জন্য রইল এমনই কিছু Eid Wishes For WhatsApp । ডাউনলোড করুন। পাঠিয়ে দিন আপনার প্রিয়জনকে।

_1620971736820.jpg)


তাহলে আর দেরি কিসের? ডাউনলোড করে পাঠান আপনার শুভ কামনা। আর আজকের দিনটা বাড়িতেই চুটিয়ে এনজয় করু