Election Result 2022: হারলেন ২ বিদায়ী মুখ্যমন্ত্রী, জিততে পারলেন না ৫ প্রাক্তন, ভোটে ‘ফেল’ হেভিওয়েটরা Updated: 10 Mar 2022, 07:21 PM IST Ayan Das বড়সড় তারকা ভোটে ‘পাশ’ করতে পারলেন না। 1/8হারলেন ২ বিদায়ী মুখ্যমন্ত্রী, জিততে পারলেন না ৫ প্রাক্তন, ভোটে ‘ফেল’ হেভিওয়েটরা। (ফাইল ছবি, সৌজন্যে এএনআই) 2/8চরণজিৎ সিং চান্নি: দুটি আসন থেকেই হেরে গিয়েছে পঞ্জাবের বিদায়ী মুখ্যমন্ত্রী। ভদৌর আসন থেকে ৩৭,৫৫৮ ভোটে হেরে গিয়েছেন তিনি। এমনকী সেখানে একটি রাউন্ডেও জিততে পারেননি। চমকৌর সাহিব আসনে ৭,৯৪২ ভোটে হেরে গিয়েছেন। যে আসন থেকে জিতে আসতেন চান্নি। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই) 3/8পুষ্কর সিং ধামি: উত্তরাখণ্ডে বিজেপি জিতেছে। কিন্তু হেরে গিয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী ধামি। খাতিমা আসন থেকে ৬,৫৭৯ ভোটে হেরে গিয়েছেন তিনি। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই) 4/8হরিশ রাওয়াত: লালকুয়া আসন থেকে হেরে গিয়েছেন উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী। ১৭,৫২৭ ভোটে হেরে গিয়েছেন। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই) 5/8পাতিয়ালা সদর আসনে আপ প্রার্থীর কাছে হেরে গিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। ১৯,৮৭৩ ভোটে হেরে গিয়েছেন তিনি। (ফাইল ছবি) 6/8প্রকাশ সিং বাদল: লাম্বি আসন থেকে হেরে গিয়েছেন পাঁচবারের মুখ্যমন্ত্রী তথা শিরোমণি অকালি দলের নেতা। তাঁর হারের মার্জিন ১১,৩৯৬। (ফাইল ছবি, সৌজন্যে এএনআই) 7/8রাজিন্দর কৌর ভট্টল: লেহরা আসন থেকে হেরে গিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। কংগ্রেসের টিকিটে লড়াই করে তিনে নেমে গিয়েছেন। (ফাইল ছবি) 8/8চার্চিল আলেমাও: তৃণমূল কংগ্রেসের টিকিটে বেনুলিম থেকে লড়েছিলেন। আপ প্রার্থীর কাছে ১,২৭১ ভোটে হেরে গিয়েছেন। (ফাইল ছবি)পুরো গ্যালারিটির জন্য এই বিজ্ঞাপনটি দেখতে হবে