সম্প্রতি টুইটার কেনার খবরের জেরে শিরোনামে ইলন মাস্ক। এরই সঙ্গে মাস্কের চিনা যোগ নিয়ে উঠেছে প্রশ্ন। কারণ মাস্কের ইলেক্ট্রিক গাড়ির সংস্থা টেসলা সবচেয়ে বেশি ব্যবসা করেন চিনে। এই আবহে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি কড়া বার্তা দিয়ে রাখলেন টেসলা কর্তাকে।
1/4নীতির গড়করি এদিন এক অনুষ্ঠানে ইলন মাস্ককে ভারতে এসে গাড়ি উত্পাদনের আহ্বান জানান। গড়করি জানান, ভারত প্রযুক্তিগত ভাবে উন্নত, তাই এখানে গাড়ি উত্পাদন করতে কোনও অসুবিধা হবে না ইলন মাস্কের। উল্লেখ্য, ভারতে টেসলা উত্পাদন নিয়ে অনেকদিন ধরেই আলোচনা চলছে। (REUTERS)
2/4এদিকে ভারতে আহ্বান জানানোর পাশাপাশি মাস্কের উদ্দেশে কড়া ভাষায় বার্তাও দিয়ে রাখলেন নীতিন গড়করি। কেন্দ্রীয় মন্ত্রীর স্পষ্ট বক্তব্য, ‘মাস্ক যদি মনে করেন যে চিনে গাড়ি তৈরি করে তা তিনি ভারতে বিক্রি করবেন, তাহলে এমনটা হবে না।’ প্রসঙ্গত, টেসলার ইলেক্ট্রিক গাড়ির সবচেয়ে বড় বাজাপ চিন। (REUTERS)
3/4এদিকে ইলন মাস্কের টুইটার কেনার খবর নিশ্চিত হতেই অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজস মাস্কের সঙ্গে চিনা যোগের প্রসঙ্গটি তুলে টুইট করেন। তিনি ইঙ্গিতবহ প্রশ্ন করেন, তাহলে কি এবার চিন টুইটারের উপর খবরদারি চালাবে? উল্লেখ্য বেজসের এই প্রশ্নের নেপথ্যে চিনে টেসলার ব্যবসায়িক স্বার্থ রয়েছে। যদিও বেজসের এই ইঙ্গিতবহ টুইটের পর চিনের তরফে এই ধরনের যেকোনও সম্ভাবনা উড়িয়ে দেওয়া হয়েছে। (REUTERS)
4/4এর আগে চলতি বছরের জানুয়ারিতে ইলন মাস্ক বলেছিলেন, ‘ভারতে লঞ্চের জন্য অনেক চ্যালেঞ্জের সম্মুখীন টেসলা।’ ভারতের উচ্চ আমদানি শুল্কের কথা বারবার তুলেছেন ইলন মাস্ক। জানা গিয়েছে, টেসলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অফিসকে ইলেকট্রিক গাড়ি আমদানি কর কমানোর আহ্বান জানিয়েছে। তবে ভারত চায় যে টেসলা ভারতেই তাদের গাড়ি উত্পাদন করুক।