Elon Musk: ‘ইলন মাস্ককে ভারতে স্বাগত, কিন্তু...’, টেসলা কর্তাকে ‘কড়া বার্তা’ গড়করির
Updated: 26 Apr 2022, 04:20 PM ISTসম্প্রতি টুইটার কেনার খবরের জেরে শিরোনামে ইলন মাস্ক। এরই সঙ্গে মাস্কের চিনা যোগ নিয়ে উঠেছে প্রশ্ন। কারণ মাস্কের ইলেক্ট্রিক গাড়ির সংস্থা টেসলা সবচেয়ে বেশি ব্যবসা করেন চিনে। এই আবহে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি কড়া বার্তা দিয়ে রাখলেন টেসলা কর্তাকে।