সোশ্যাল মিডিয়ায় ইলন মাস্ককে ঘিরউৎসাহে চোখে পড়া... more
সোশ্যাল মিডিয়ায় ইলন মাস্ককে ঘিরউৎসাহে চোখে পড়ার মতো। বিশ্বের অন্যতম সফল ব্যবসায়ী হলেও এখনও তিনি অত্যন্ত সাধারণ জীবনযাপন করেন।
1/6টাইম পার্সন অব দ্য ইয়ার হলেন টেসলা ও স্পেসএক্স-এর কর্ণধার ইলন মাস্ক। টাইম ম্যাগাজিনের এডিটর-ইন-চিফ এডওয়ার্ড ফেলসেনথালের কথায়, মানবসমাজের কল্যাণের উদ্দেশ্যে সবচেয়ে সাহসী পদক্ষেপ গ্রহণ করেছেন ইলন। ভারসাম্য বিঘ্নিত এক জগতে প্রযুক্তির মাধ্যমে নতুন পথের দিশা দেখাচ্ছেন তিনি। ছবি : টাইম ম্যাগাজিন (Time)
2/6চলতি বছরেই ১ ট্রিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে টেসলার বাজার দর। বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় গাড়ি নির্মাতা সংস্থা টেসলা। এক সময়ে যে বৈদ্যুতিক গাড়ির কথা কেউ ভাবতেই পারতেন না, সেটাই এখন তুমুল জনপ্রিয়। ইউরোপ-আমেরিকায় রাস্তায় রাস্তায় এখন টেসলার ইলেকট্রিক গাড়ি। ফাইল ছবি : রয়টার্স (Time)
3/6তবে বরাবরই ইলনের মূল লক্ষ্য হল মানবজাতিকে একটি আন্তঃমহাজাগতিক সভ্যতার দিকে এগিয়ে নিয়ে যাওয়া। সেটাই তাঁর মহাকাশ সংস্থা স্পেসএক্স-এর মূল লক্ষ্য। ২০৫০ সালের মধ্যে মঙ্গল গ্রহে মানবজাতির বাসস্থান গড়ে তুলতে চান তিনি। ফাইল ছবি : রয়টার্স (Time)
4/6বিপুল ঝুঁকি নিয়ে স্পেসএক্স-এর সূচনা করেন ইলন। তাঁর আগে যে বিপুল পরিমাণ অর্থ ছিল, তাই দিয়েই আরামে জীবন কাটাতে পারতেন। কিন্তু প্রায় সমস্ত আয়ই পুনঃবিনিয়োগ করে মহাকাশ অভিযানের সংস্থা গড়ে তোলেন। প্রাথমিক বাধা-বিপত্তি কাটিয়ে আজ সেই সংস্থাই নাসা-র জন্য মহাকাশযান তৈরির বরাত পায়। ফাইল ছবি : রয়টার্স (Time)
5/6বিশ্বের ধনীতম ব্যক্তি ইলন। গত ১ বছরেই তাঁর শেয়ারদর যতটা বেড়েছে, তা মুকেশ অম্বানির মোট সম্পদের চেয়েও বেশি। এত প্রাচুর্য্য সত্ত্বেও এখনও এক কামরার একটি ছোট বাড়িতে থাকেন। কখনও ঘুমিয়ে পড়েন স্পেসএক্স বা টেসলার কারখানা চত্বরেই। ফাইল ছবি : নাসা (Time)
6/6সোশ্যাল মিডিয়ায় ইলনের ক্রেজ চোখে পড়ার মতো। বিশ্বের অন্যতম সফল ব্যবসায়ী হলেও এখনও তিনি আদ্যপান্ত মাটির মানুষ। যুবসমাজের আইকন তিনি। সেই কারণেই তাঁকে এই সম্মান প্রদান করেছে টাইম ম্যাগাজিন। ফাইল ছবি : রয়টার্স (Time)