টুইটারের শেয়ার ইলনের সিইও হওয়ার খবরে বৃদ্ধি পেয়েছে। প্রায় ৪% বেড়ে গিয়েছে এক ধাক্কায়।
1/5টুইটারের অস্থায়ী সিইও হতে পারেন নয়া মালিক ইলন মাস্ক। ৪৪ বিলিয়ন মার্কিন ডলারের টেকওভারের পর প্রথম বড় রদবদল হতে চলেছে এটি। ফাইল ছবি: রয়টার্স (REUTERS)
2/5বৃহস্পতিবার এ বিষয়ে এক ওয়াকিবহাল সূত্রে এই খবর মিলেছে। অর্থাত্ বর্তমান সিইও পরাগ আগরওয়ালের স্থান নেবেন ইলন। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
3/5বিশ্বের ধনীতম ব্যক্তি ইলন মাস্ক। বর্তমানে টেসলা ইনকর্পোরেটেডের সিইও তিনি। সেই সঙ্গে দ্য বোরিং কোম্পানি এবং স্পেসএক্স-এরও প্রতিষ্ঠাতা তিনি। ফাইল ছবি: রয়টার্স (REUTERS)
4/5তবে ইলন টুইটারের সিইও হওয়ার খবরে মোটেও খুশি নন টেসলার বিনিয়োগকারীরা। বৃহস্পতিবার টেসলার শেয়ার ৮%-এরও বেশি কমেছে। বিনিয়োগকারীদের আশঙ্কা, টুইটারের মাস্ক বেশি সময় দিলে, টেসলায় তাঁর মনযোগ কমে যেতে পারে। ফাইল ছবি: ব্লুমবার্গ (Bloomberg)
5/5অন্যদিকে, টুইটারের শেয়ার ইলনের সিইও হওয়ার খবরে বৃদ্ধি পেয়েছে। প্রায় ৪% বেড়ে গিয়েছে এক ধাক্কায়। ফাইল ছবি: রয়টার্স (REUTERS)