ভারতে ইন্টারনেট চালু করার জন্য স্যাটেলাইট পরিষেবা ... more
ভারতে ইন্টারনেট চালু করার জন্য স্যাটেলাইট পরিষেবা (GMPCS) লাইসেন্সের জন্য টেলিকমিউনিকেশন বিভাগ (DoT)-এর কাছে স্টারলিঙ্ক আবেদন করেছে। বিশেষজ্ঞদের দাবি জিও, ওয়ানওয়েব, টাটা গ্রুপের নেলকো, কানাডার টেলিস্যাট এবং আমাজনও দেশে স্যাটেলাইট ব্রডব্যান্ড পরিষেবা চালু করার চেষ্টায় রয়েছে।
1/6ইলন মাস্কের স্পেসএক্স-সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থারই চোখ এখন ভারতের দিকে। খুব শীঘ্রই ভারতের সর্বত্র ৫জি আসছে। আর সেই বাজারেই প্রবেশ করতে চাইছে বেশ কিছু সংস্থা। ফাইল ছবি: রয়টার্স (AP)
2/6স্পেসএক্স-এর স্টারলিঙ্ক তার মধ্যে অন্যতম। এটি একটি ব্রডব্যান্ড-ফ্রম-স্পেস পরিষেবা প্রদানকারী সংস্থা। ভারতে ইন্টারনেট চালু করার জন্য স্যাটেলাইট পরিষেবা (GMPCS) লাইসেন্সের জন্য টেলিকমিউনিকেশন বিভাগ (DoT)-এর কাছে স্টারলিঙ্ক আবেদন করেছে। এক কেন্দ্রীয় সরকারি আধিকারিক সংবাদসংস্থা এএনআই-কে জানান, এই সংক্রান্ত একটি আবেদন জমা পড়েছে। নিয়ম অনুযায়ী তার পর্যালোচনা করা হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স) (AP)
3/6অন্যদিকে ভারতী গ্রুপের ওয়ানওয়েব এবং রিলায়েন্স জিও ইনফোকমের স্যাটেলাইট আর্ম ইতিমধ্যে লাইসেন্স পেয়ে গিয়েছে। ইলন মাস্কের স্পেসএক্স-ই বর্তমানে লাইসেন্সের জন্য আবেদনকারী তৃতীয় সংস্থা। ফাইল ছবি: এএফপি (AP)
4/6স্পেসএক্স গত বছর স্টারলিঙ্ক ইন্টারনেট সংযোগ প্রি-বুক করার জন্য বিশেষ চ্যানেল খুলেছে। তবে কেন্দ্র সরকার সংস্থাকে জানায় যে, অনুমোদন হাতে না আসা পর্যন্ত প্রি-বুকিং শুরু দেওয়া যায় না। এই কারণে প্রি-বুকের টাকা ফেরত দিতে বাধ্য হয় তারা। ফাইল ছবি: এপি/পিটিআই (AP)
5/6ভারতে স্যাটেলাইট স্টেশন স্থাপন এবং সংযোগ প্রদানের জন্য বেশ কিছু অনুমোদন পেতে হয়। এই ছাড়পত্রগুলি ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রমোশন অ্যান্ড অথরাইজেশন সেন্টার (IN-SPACE) থেকে দেওয়া হয়। এটি একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রক সংস্থা। মহাকাশ খাতে ব্যক্তিগত পুঁজির বিনিয়োগের ক্ষেত্রে নজরদারি করে এই সংস্থা। ফাইল ছবি: এপি (AP)
6/6বিশেষজ্ঞদের দাবি জিও, ওয়ানওয়েব, টাটা গ্রুপের নেলকো, কানাডার টেলিস্যাট এবং আমাজনও দেশে স্যাটেলাইট ব্রডব্যান্ড পরিষেবা চালু করার চেষ্টায় রয়েছে। আগামী ২০২৫ সালের মধ্যে ভারতের ব্রডব্যান্ড-ফ্রম-স্পেস পরিষেবা খাতের মোট মূল্য১৩ বিলিয়ন মার্কিন ডলার হতে পারে। ফাইল ছবি: রয়টার্স (AP)