'চলমান বিক্ষোভের কারণে, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে,' জানালেন তিনি।
1/5টানা ১১ দিন ধরে অবস্থান বিক্ষোভে স্তব্ধ কানাডার রাজধানী অটোয়া। শেষমেশ ঘোষিত হল জরুরি অবস্থা। ফাইল ছবি : রয়টার্স (REUTERS)
2/5রবিবার শহরের মেয়র জিম ওয়াটসন এই ঘোষণা করেন। 'চলমান বিক্ষোভের কারণে, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে,' জানালেন তিনি। ফাইল ছবি : রয়টার্স (REUTERS)
3/5'বিক্ষোভে শহরবাসীর নিরাপত্তার বিঘ্নিত হচ্ছে। সেই কারণেই এই সিদ্ধান্ত,' বিবৃতিতে যোগ করা হয়েছে। ফাইল ছবি : রয়টার্স (REUTERS)
4/5কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে মধ্যে যাতায়াতকারী ট্র্যাকারদের টিকা আবশ্যিক করা হয়েছে। বিধিনিষেধের বিরুদ্ধে তাই গত ২৮ জানুয়ারি থেকে শুরু হয় প্রতিবাদ। কানাডার অটোয়ায় অবস্থান বিক্ষোভ শুরু হয়। ফাইল ছবি : রয়টার্স (REUTERS)
5/5লকডাউনের মতো কোভিড-১৯ সম্পর্কিত অন্যান্য পদক্ষেপেরও বিরোধিতা করেন ট্রাকচালকরা। ফাইল ছবি : রয়টার্স (REUTERS)