Assam Encounter: মঙ্গলবার গ্রেফতারির পর বুধে অসমের পার্বত্য এলাকায় এনকাউন্টারে নিহত ৩ সন্দেহভাজন উগ্রপন্থী! কী ঘটেছিল?
Updated: 17 Jul 2024, 04:38 PM ISTপুলিশ জানিয়েছে, ‘তারা (উগ্রপন্থী) ভুবন পার্বত্য এল... more
পুলিশ জানিয়েছে, ‘তারা (উগ্রপন্থী) ভুবন পার্বত্য এলাকায় পুলিশের সঙ্গে আরও অস্ত্রের অবস্থান দেখাতে গেলে হঠাৎ করে তারা পুলিশের ওপর হামলা চালায়। তারা আগ্নেয়াস্ত্র নিয়ে প্রশিক্ষিত এবং তারা পুলিশের কাছ থেকে বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল তাই আত্মরক্ষায়, কর্মীপা তাদের উপর গুলি চালায়।'
ওই পার্বত্য এলাকায় মধ্যরাতে দুই পক্ষের গুলির লড়াই চলে। ধৃত উগ্রপন্থীদের মধ্যে ২ জন মণিপুরের বাসিন্দা ও ১ জন কছর জেলার বাসিন্দা। তারা হমার উগ্রপন্থী শিবিরের সদস্য বলে সন্দেহ ছিল। এই উগ্রপন্থীদের মঙ্গলবারই ধলাইয়ের গঙ্গানগর থেকে গ্রেফতার করা হয়েছিল। উগ্রপন্থীরা অটো রিকশাতে যাচ্ছিল বলে খবর। সেই সময়ই পুলিশ তাদের কাছ থেকে একে ৪৭, পিস্তল সহ নানা অস্ত্র উদ্ধার করে ও গ্রেফতার করে ৩ জনকে।
পরবর্তী ফটো গ্যালারি