৩৯ বছর পরে ম্যাঞ্চাস্টারে একদিনের ম্যাচ জেতা ও আট বছর পরে ইংল্যান্ডে ODI সিরিজ জেতার পরের ছবিটা ছিল সত্যি বিশেষ।ম্যাঞ্চেস্টারের ঐতিহাসিক ম্যাচ জয়ের পরে ভারতের উচ্ছ্বাসের ও লড়াইয়ের বহু ছবি ধরা পড়েছে। এই ছবিগুলো কখনও ভুলতে পারবে না বিশ্ব ক্রিকেট।
1/8ইংল্যান্ডের ইনিংসের ১৯তম ওভারে অধিনায়ক রোহিত শর্মা দ্বিতীয় স্পেল দেন মহম্মদ সিরাজকে। এই ওভারের দ্বিতীয় বলটি বাউন্সার হয়ে সোজা লাগে জোস বাটলারের মাথায়। ফিজিও মাঠে এসে কিছুক্ষণের জন্য ম্যাচ বন্ধ করে দেন। এরপর সিরাজও পরের বলটি ভালো বোল করেন এবং আবার বলটি বাটলারের মাথায় লাগে। এবার তাকেও হেলমেট বদলাতে হয়। যাইহোক, এটি বাটলারের ব্যাটিংকে প্রভাবিত করেনি এবং তিনি ৩৭তম ওভার পর্যন্ত খেলেন তিনি এবং ইংল্যান্ডের ইনিংস এগিয়ে নিয়ে যান। (ছবি-টুইটার)
2/8ঋষভ পন্ত এই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেন এবং সেঞ্চুরি করে ভারতকে জয়ী করেন। এরপর সিনিয়র খেলোয়াড় রোহিত শর্মা ও বিরাট কোহলি পন্তকে শিশুর মতো ভালোবাসেন। রোহিত পন্তকে জড়িয়ে ধরে তার গালে স্নেহের হাত রাখেন। একই সঙ্গে পন্তকে জড়িয়ে ধরে মাথায় স্নেহের হাত রাখেন বিরাট কোহলি।(ছবি-টুইটার)
3/8এই ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছেন হার্দিক পান্ডিয়া। প্রথমে বোলিং করে সাত ওভারে ২৪ রানে চার উইকেট নেন তিনি। এ সময় তিনি তার তিন ওভারে কোনো রান দেননি। এর পরে, হার্দিক ব্যাট হাতেও জ্বলে উঠলেন। ৫৫ বলে ৭১ রান করলেন। তার ইনিংসে ছিল ১০টি চার। (ছবি-টুইটার)
4/8এই ম্যাচ ও সিরিজ জয়ের পরে প্রাক্তন কোচ রবি শাস্ত্রীকে শ্যাম্পেন দেন ঋষভ পন্ত। এর পর বিরাট কোহলিও ইঙ্গিতে শাস্ত্রীকে জিজ্ঞেস করলেন, তিনি কি বিরাটের শ্যাম্পেন চান? জবাবে, শাস্ত্রী মাইক দেখিয়ে ইঙ্গিত দেন যে তিনি এখানে ধারাভাষ্যকার হিসেবে এসেছেন এবং ম্যাচ শেষ হওয়ার পরে তাকে তার দায়িত্ব পালন করতে হবে। (ছবি-টুইটার)
5/8ওডিআই সিরিজ ২-১ ব্যবধানে জেতার পর ভারতীয় খেলোয়াড়দের উচ্ছ্বাস ধরা পড়ল ক্যামেরায়। ক্যাপ্টেন রোহিত ট্রফিটি তরুণ আর্শদীপ সিংয়ের হাতে তুলে দেন, যিনি এই সিরিজে কোনও ম্যাচ খেলার সুযোগ পাননি, তবে রোহিতের আচরণ অবশ্যই তার মনোবল বাড়িয়েছে। ৩৯ বছর পরে ম্যাঞ্চাস্টারে একদিনের ম্যাচ জেতা ও আট বছর পরে ইংল্যান্ডে ODI সিরিজ জেতার পরের ছবিটা ছিল সত্যি বিশেষ। (ছবি-টুইটার)
6/8ম্যাচ জিতিয়ে ঋষভ পন্ত ড্রেসিংরুমের দিকে তাকিয়ে তার বুড়ো আঙুল দেখিয়েছিলেন। নিজের অধিনায়ক রোহিত শর্মার দিকে এই ইসারা করেছিলেন পন্ত। তিনি তার নেতাকে বলতে চেয়েছেন যে সবকিছু ঠিক আছে এবং তিনি ভারতের হয়ে ম্যাচ জিততে সফল হয়েছেন। জবাবে অধিনায়ক রোহিতও ড্রেসিংরুম থেকে তাকে বুড়ো আঙুল দেখান। (ছবি-টুইটার)
7/8এই ম্যাচেই ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেন ঋষভ পন্ত। তিনি অপরাজিত ১২৫ রান করেন। এই প্রথম ওয়ানডে ম্যাচে অপরাজিত ফিরলেন পন্ত। একটা সময়ে ম্যাচ রোহিতদের হাত থেকে বেরিয়ে গিয়েছিল, কিন্তু পন্তের সেঞ্চুরির সুবাদে তৃতীয় ওয়ানডে জিতে সিরিজ জিতে ভারত। এই মুহূর্তটা কখনই ভোলা যাবে না। (ছবি-টুইটার)
8/8ম্যাচের পর বিরাট কোহলি দলের খেলোয়াড়দের সঙ্গে বেশ মজা করেন। তিনি শ্যাম্পেনের বোতল খুলে আর্শদীপ সিং ও শিখর ধাওয়ানের গায়ে ঢেলে দেন। বিরাটের মজার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হচ্ছে। (ছবি-রয়টার্স)