T20 World Cup 2024 Qualification Scenarios For Semi-Finals: আমেরিকাকে কত ব্যবধানে হারালে সেমিফাইনালে উঠবে ইংল্যান্ড? চাপ বেশি দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের উপরে।
1/7 স্কটল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ লিগের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পরেই ইংল্যান্ডের সুপার এইটের যোগ্যতা অর্জন অনিশ্চিত হয়ে দাঁড়ায়। তবে সেই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে গতবারের বিশ্বচ্যাম্পিয়নরা এবার টি-২০ বিশ্বকাপের সুপার এইটের টিকিট নিশ্চিত করে। এবার সুপার এইটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে বসার পরেই জোস বাটলারদের সেমিফাইনালে ওঠার রাস্তা তুলনায় জটিল হয়ে দাঁড়ায়। বর্তমান পরিস্থিতিতে ব্রিটিশরা কোনও ভুল করলেই তাদের বিদায় নিতে হবে টুর্নামেন্ট থেকে। ছবি- এএফপি।
2/7 পয়েন্ট টেবিলে চোখ রাখলে মনে হতে পারে ইংল্যান্ডের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা কম। কেননা দক্ষিণ আফ্রিকা তাদের ২টি ম্যাচ জিতে ৪ পয়েন্ট সংগ্রহ করে এক নম্বরে রয়েছে। তাদের নেট রান-রাট +০.৬২৫। ওয়েস্ট ইন্ডিজ তাদের ২টি ম্যাচের ১টি জিতেছে এবং ১টি হেরেছে। ২ পয়েন্ট নিয়ে তারা দ্বিতীয় স্থানে রয়েছে। ক্যারিবিয়ানদের নেট রান-রেট +১.৮১৪। ওয়েস্ট ইন্ডিজের মতো ইংল্যান্ডও তাদের ১টি ম্যাচ জিতেছে এবং ১টি ম্যাচ হেরেছে। তবে নেট রান-রেটে পিছিয়ে থাকায় ইংল্যান্ড রয়েছে তালিকার তিন নম্বরে। ব্রিটিশদের নেট রান-রেট +০.৪১২। আমেরিকা ২ ম্যাচে একটিও জেতেনি। ছবি- পিটিআই।
3/7 বাস্তবে পরিস্থিতি যেখানে দাঁড়িয়ে, তাতে ইংল্যান্ডের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা প্রবল। কেননা জোস বাটলারদের রাস্তা এমন কিছু কঠিন নয়। বরং দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে একদলের ছিটকে যাওয়ার সম্ভাবনা বেশি। বরং বলা ভালো যে, দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ সুপার এইটের ম্যাচটি কার্যত কোয়ার্টার ফাইনালের রূপ নিয়েছে। যে দল জিতবে তারা সেমিফাইনাল যাবে এবং যারা হারবে তাদের ছিটকে যাওয়ার সম্ভাবনা প্রবল। ছবি- এএফপি।
4/7 সুপার এইটের দুই নম্বর গ্রুপের শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা। তবে তাদের নেট রান-রেট ইংল্যান্ডের থেকে এমন কিছু বেশি নয়। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের নেট রান-রেট বিশাল। তবে তাদের পয়েন্ট সংখ্যা ইংল্যান্ডের সমান। এই অবস্থায় ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে দক্ষিণ আফ্রিকা যদি জেতে, তারা ৬ পয়েন্ট নিয়ে সরাসরি সেমিফাইনালে উঠবে। যদি হেরে যায় তবে তারা ৪ পয়েন্টেই আটকে থাকবে। তখন তাদের নেট রান-রেট আরও কমবে সন্দেহ নেই। ওয়েস্ট ইন্ডিজ সেক্ষেত্রে ৪ পয়েন্ট নিয়ে নেট রান-রেটের নিরিখেই এক নম্বরে উঠে যাবে এবং সেমিফাইনালের টিকিট নিশ্চিত করবে। ছবি- এএফপি।
5/7 দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ যদি হেরে যায়, তবে তারা ২ পয়েন্টেই আটকে থাকবে। সেক্ষেত্রে ইংল্যান্ড তাদের শেষ ম্যাচে আমেরিকাকে যে কোনও ব্যবধানে হারালেই দক্ষিণ আফ্রিকার সঙ্গে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করবে। সেক্ষেত্রে বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। ছবি- এএফপি।
6/7 ওয়েস্ট ইন্ডিজ তাদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিলে এবং ইংল্যান্ড তাদের শেষ ম্যাচে আমেরিকাকে পরাজিত করলে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মধ্যে একদল সেমিফাইনালে উঠবে। সেক্ষেত্রে দুই দলের পয়েন্ট দাঁড়াবে ৪। নেট রান-রেটের নিরিখে সেমিফাইনালিস্ট নির্ধারিত হবে। এমন পরিস্থিতিতে আমেরিকাকে ছোটখাটো ব্যবধানে হারালেই নেট রান-রেটে দক্ষিণ আফ্রিকাকে টপকে যেতে পারবে ইংল্যান্ড। ছবি- পিটিআই।
7/7 ইংল্যান্ড যদি আমেরিকার বিরুদ্ধে শুরুতে ব্যাট করে ১৬০ রান তোলে, তবে আমেরিকাকে ১৫০ রানের মধ্যে বেঁধে রাখলেই নেট রান-রেটে দক্ষিণ আফ্রিকাকে টপকে যাবেন বাটলাররা। অর্থাৎ, শুরুতে ব্যাট করে ১০ রানে জিতলেই কেল্লা ফতে ইংল্যান্ডের। অন্যদিকে ইংল্যান্ড যদি রান তাড়া করতে নামে, সেক্ষেত্রে আমেরিকাকে ১ ওভার বাকি থাকতে হারিয়ে দিলেই তাদের সেমিফাইনালে যাওয়া নিয়ে বিশেষ দুশ্চিন্তা করতে হবে না। ছবি- এপি।