England vs South Africa-মাঠের মধ্যে আচমকা হাজির Superman, Wonder Woman
Updated: 17 Feb 2020, 04:51 PM IST Superman, Wonder Woman, England, South Africa Arghya Prasun Roychowdhury 17 Feb 2020টানটান উত্তেজনায় সুপার স্পোর্টস পার্কে চলছে ইংল্যা... more
টানটান উত্তেজনায় সুপার স্পোর্টস পার্কে চলছে ইংল্যান্ড বনান দক্ষিণ আফ্রিকার নির্ণায়ক ম্যাচ। আচমকা মাঠে নেমে পড়লেন সুপারম্যান, ওয়ান্ডার ওম্যান। বিভ্রান্ত নিরাপত্তারক্ষীরা। সুপার হিরোদের ক্ষমতা নিয়ে পৌঁছে গেলেন ক্রিকেটারদের কাছে। পরে জানা গেল দক্ষিণ আফ্রিকায় বায়ুদূষণ নিয়ে জনসচেতনতা বৃদ্ধির জন্য গ্রিনপিস আফ্রিকা এর উদ্যোক্তা। কুইটন ডিকককে মুখোশ উপহার দেন পরিবেশকর্মীরা। হাই-ফাইভ করেন ডেল স্টেইনের সঙ্গে। দক্ষিণ আফ্রিকার জাতীয় বিদ্যুত্ সরবরাহকের বিরুদ্ধে এই প্রতিবাদ। তারা এখনও কয়লা থেকে বিদুত্ উত্পাদন করে, যা প্রতিবাদীদের অপছন্দ। ফ্লাডলাইটে গিয়েও পোস্টার লাগিয়ে এসেছিলেন গ্রীনপিসের স্বেচ্ছাসেবকরা। ক্রিকেট মাঠে এটা নতুন নয়। তবে অধিকাংশ সময়ই যারা মাঠে ঢোকেন, তারা খেলোয়াড়দের সঙ্গে দেখা করার জন্য সেটা করেন। জনসচেতনতার জন্য পিচ ইনভেসন তেমন সচারচর হয় না ক্রিকেট মাঠে। রবিবারের ম্যাচ জিতে সিরিজ জেতে ইংল্যান্ড।
পরবর্তী ফটো গ্যালারি