শাশ্বত চট্টোপাধ্যায়ের টক শো 'অপুর সংসার'-এ এসে অপরাজিতা বলেন, 'আমার মা তখন সাড়ে সাত মাসেমা বোঝেন হাসপাতালে যেতে হবে। তখনও এত ট্যাক্সির রমরমা ছিল না। মা বাসে দাঁড়িয়ে দাঁড়িয়েই কোনওমতে মেডিক্যাল কলেজে পৌঁছন। সঠিক সময়ের অনেক আগে আমার জন্ম। তারপরও চলে সাড়ে ৩ মাসের লড়াই।
1/10স্মৃতিরা থেকে যায়…জন্ম মুহূর্ত থেকেই লড়াই, অপরাজিতাকে আগলে রেখেছিলেন মা। নয়নের মাঝে তাই মাকে ঠাঁই দিলেন অপরাজিতা।
2/10মানুষ চলে যায়, তবে স্মৃতিরা থেকে যায় চিরকাল। স্মৃতির অ্যালবাম থেকে মা তৃপ্তি আঢ্যের সঙ্গে বেশকিছু মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন।
3/10ছবিতে মা ও বাবার সঙ্গে ছোট্ট অপরাজিতা। পুরনো অ্যালবাম থেকে ছোটবেলার এমনই কিছু মূল্যবান মুহূর্ত শেয়ার করেছেন অভিনেত্রী।
4/10মায়ের সঙ্গে সমুদ্রস্নানে কিশোরী অপরাজিতা। ছবিগুলির ক্যাপশানে লিখেছেন, ‘নয়ন সমুখে তুমি নাই নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাঁই।’
5/10সোমবার সকালে মৃত্যু হয় অপরাজিতা আঢ্যের মা তৃপ্তি আঢ্যের। সোশ্যাল মিডিয়ায়র মাধ্যমে সকলের সঙ্গে খবর শেয়ার করে অভিনেত্রী লিখেছিলেন, ‘মা আজ সকাল ৯.৩০ চলে গেলেন। অখন্ড শাসন দন্ড ত্রস্ত হলো তার.... মার আত্মার শান্তি হোক। যারা পরিচিত সবার নম্বর আমার কাছে নেই তাদের সকলকে এই পোস্টটির মাধ্যমে জানালাম।’
6/10দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন অপরাজিতার মা। যে কারণে চলতি বছরে নিজের জন্মদিনও পালনও করেননি ২২ ফেব্রুয়ারি জন্মদিনটা বরাবরই তিনি কাটান বন্ধুদের সঙ্গে। তবে এবার ওই দিন কলকাতা ছেড়ে পৌঁছে গিয়েছিলেন জন্মস্থান হাওড়ায়।
7/10১৯৭৮ সালে জন্ম হয় অপরাজিতার। তিনি একটি টক শোয়ে এসে জানিয়েছিলেন, কেরিয়ারের শুরুর দিকে অভিনেত্রীকে সঙ্গে করে শ্যুটিং সেটে নিয়ে যেতেন তাঁর মা।
8/10শাশ্বত চট্টোপাধ্যায়ের টক শো 'অপুর সংসার'-এ এসে অপরাজিতা বলেন, 'আমার মা তখন সাড়ে সাত মাসেমা বোঝেন হাসপাতালে যেতে হবে। তখনও এত ট্যাক্সির রমরমা ছিল না। মা বাসে দাঁড়িয়ে দাঁড়িয়েই কোনওমতে মেডিক্যাল কলেজে পৌঁছন। সঠিক সময়ের অনেক আগে আমার জন্ম। তারপরও চলে সাড়ে ৩ মাসের লড়াই।
9/10কেন তাঁর মা নাম অপরাজিতা রেখেছিলেন তা জানিয়ে অভিনেত্রী বলেন, মা যখন আমাকে বাড়ি নিয়ে এলেন, এত লড়াই করে যে মেয়ে বেঁচেছে, তার নাম রাখলেন অপরাজিতা।
10/10অপরাজিতা আঢ্যের এই পোস্টগুলিতে কমেন্ট করেছেন তাঁর অসংখ্য অনুরাগী, অভিনেত্রীর এই কঠিন সময়ে জানিয়েছেন সমবেদনা।