বুধবার শোয়ের আয়োজকদের তরফে অরিজিৎ সিং-এর কনসার্টের দিন বদলের কথা জানানো হয়। তবে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের গ্যালারি ব্যবহারের অনুমতি পুর্তদফতরের তরফে মেলেনি বলে জানানো হয়, তাই এই শোয়ের জন্য শুধুমাত্র মাঠ ব্যবহার করা হবে বলে খবর। অর্থাৎ অরিজিতের শো হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনে।
1/8কলকাতার পর ফের বাংলায় হতে চলেছে অরিজিৎ সিং-এর শো। তবে কলকাতায় নয়, এবার অরিজিৎ শো করবেন উত্তরবঙ্গের শিলিগুড়িতে। এখবর এতক্ষণে অনেকেই জেনে গিয়েছেন।
2/8২ এপ্রিল শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে কনসার্ট করার কথা ছিল অরিজিৎ সিং-এর। যদিও প্রথমে শোয়ের দিন হিসাবে ১ এপ্রিল ঠিক হয়েছিল, পরে সেটা বদলে ২ এপ্রিল করা হয়। এখন জানা যাচ্ছে, ফের বদলেছে অরিজিৎ সিং-এর শিলিগুড়ি কনসার্টের দিন। জানা যাচ্ছে কনসার্টটি হচ্ছে ৪ এপ্রিল, মঙ্গলবার।
3/8বুধবার শোয়ের আয়োজকদের তরফে অরিজিৎ সিং-এর কনসার্টের দিন বদলের কথা জানানো হয়। তবে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের গ্যালারি ব্যবহারের অনুমতি পুর্তদফতরের তরফে মেলেনি বলে জানানো হয়, তাই এই শোয়ের জন্য শুধুমাত্র মাঠ ব্যবহার করা হবে বলে খবর। অর্থাৎ অরিজিতের শো হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনে।
4/8এদিকে অরিজিৎ সিং-এর শিলিগুড়ি কনসার্টের খবর ছড়িয়ে পড়তেই শোয়ের টিকিটের খোঁজ করা শুরু করেছেন অনুরাগীরা। উদ্যোক্তারা জানাচ্ছেন অরিজিতের এই কনসার্টের টিকিটের চাহিদা কলকাতার থেকেও নাকি বেশি। জানা যাচ্ছে শুধুমাত্র অনলাইনে, বুক মাই শোয়ের মাধ্যমে টিকিট কাটা যাবে।
5/8জানা যাচ্ছে, ৩ এপ্রিল থেকে প্ল্যাটিনাম, গোল্ড, ডায়মন্ড, সিলভার, ব্রোঞ্জ, এই পাঁচটি ভাগে মিলবে টিকিট। তাতেই লেখা থাকবে পার্কিংয়ের জায়গা। শোয়ের দিন শিলিগুড়ি শহরকে যানজট মুক্ত রাখতেই এই পদক্ষেপ করেছেন আয়োজকরা। ৫ বছরের ঊর্ধ্বে শিশুদের টিকিট লাগবে।
6/8জানা যাচ্ছে ৪ এপ্রিল সন্ধ্যে সাড়ে ৬টা থেকে মোট ঘণ্টা অনুষ্ঠান করবেন অরিজিৎ সিং। শিলিগুড়ির পর অরিজিৎ উড়ে যাবেন অস্ট্রেলিয়া, সেখানে তিনটি শো করার কথা রয়েছে তাঁর।
7/8শিলিগুড়ির শোয়ের আয়োজকরা জানান, শোয়ের জন্য কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের না মেলেয় টিকিট প্রায় ১২ হাজার দর্শক কমে গিয়েছে। তাই বাধ্য হয়েই টিকিটের মূল্য বাড়াতে হয়েছে তাঁদের। মোট ১৪ হাজার টিকিটের ব্যবস্থা রাখা হয়েছে। বিকেল ৫টায় কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনের গেট খুলে দেওয়া হবে।
8/8এর আগে কলকাতার শোয়ে সবথেকে দামি টিকিটের মূল্য ছিল ৮০ হাজার টাকা। জানা যাচ্ছে, শিলিগুড়ি কনসার্টের টিকিট ১৫০০ টাকা থেকে শুরু করে ৪৯ হাজার টাকা পর্যন্ত রাখা হয়েছে।