১৯৬২ সালে ছেলে বুম্বার অন্নপ্রাশন ঘটা করেই করেছিলেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। প্রসঙ্গত বিশ্বজিতের প্রথম পক্ষের দুই সন্তান বুম্বা ও মাকু (প্রসেনজিৎ ও পল্লবী)। পরে বিশ্বজিৎ ডক্টরেট ইরাকে বিয়ে করলে তাঁদের এক মেয়ে হয়…
1/8সেই কাঠের টেবিল, কলাপাতায় পরিবেশন, মাটির ভাড়ে জল। বাঙালির চির পরিচিত নিমন্ত্রণ বাড়ির দৃশ্য। তবে এই ছবিটি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অন্নপ্রাশনের একটি দুর্লভ ছবি। সম্প্রতি অভিনেতার একটি ফ্যান পেজে এটি শেয়ার করা হয়েছে। ছবিতে অন্নপ্রাশনে খেতে বসেছেন তরুণ কুমার, ছবি বিশ্বাস, ধনঞ্জয় ভট্টাচার্য্য, সলিল চৌধুরী ও উত্তমকুমার । মায়ের কোলে ছোট্ট বুম্বা । দর্শক সৌমিত্র চট্টোপাধ্যায় ও বাবা বিশ্বজিৎ । (Prosenjit Chatterjee-The God of Tollywood face book)
2/8প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ওই ফ্যান পেজটির তরফে শেয়ার করা হয়েছে আরও বেশকিছু দুর্লভ ছবি। এই ছবিতে কিংবদন্তি শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের কোলে রয়েছেন প্রসেনজিৎ, পাশে বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। (Prosenjit Chatterjee-The God of Tollywood face book)
3/8প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ওই ফ্যান পেজটির তরফে শেয়ার করা হয়েছে অভিনেতার ছেলেবেলার এই ছবি। ক্যাপশানে লেখা হয়েছে, 'শৈশবের স্মৃতি বড় মধুর' । জনপ্রিয় অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে হওয়ার কারণে সেসময় প্রসেনজিৎ ছিলেন টলিপাড়ার আলোচিত স্টার কিড। (Prosenjit Chatterjee-The God of Tollywood face book)
4/8প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ওই একই ফ্যান পেজটির তরফে শেয়ার করা হয়েছে প্রসেনজিৎ ও পল্লবী দুই ভাইবোনের ছোটবেলার এই ছবি। (Prosenjit Chatterjee-The God of Tollywood face book)
5/8ছোট থেকেই অভিনয় দুনিয়ায় পা রেখেছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ‘রক্ত তিলক’ ছবির একটি দৃশ্যে এটি। (Prosenjit Chatterjee-The God of Tollywood face book)
6/8এই ছবিতে বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের পাশে সন্ধ্যা রায়। অন্যদিকে সৌমিত্র চট্টোপাধ্যায়ের কোলে ছোট্ট প্রসেনজিৎ। এটিও মুখে ভাতের অনুষ্ঠানের ছবি। (Prosenjit Chatterjee-The God of Tollywood face book)
7/8ছোট থেকেই অভিনয় করছেন প্রসেনজিৎ, ছোট্ট বুম্বার অভনীত ছবির কিছু দৃশ্য। (Prosenjit Chatterjee-The God of Tollywood face book)
8/8বর্তমানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বয়স ৬১, বিগত ৪০ বছর ধরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন তিনি। এই ছবিটিও ছোট্ট বুম্বার পারিবারিক একটি ছবি। (Prosenjit Chatterjee-The God of Tollywood face book)