Rajinikanth And Latha Rajinikanth Love Story: অভিনয়ের জন্য বিশেষ খ্যাত দক্ষিণ ও বলিউড তারকা অভিনেতা রজনীকান্ত। বিশ্বব্যাপী তাঁর অসংখ্য ভক্ত রয়েছে। এক সাধারণ মেয়ের প্রেমে পড়ে বিয়ে করেন তিনি। সাক্ষাৎকারের মাত্র ১৫ মিনিট পরেই লতার প্রেম পড়েন। জীবনসঙ্গী হিসেবে বেছে নেন লতাকে। কেমন তাঁদের লাভ স্টোরি?
1/6সুপারস্টার রজনীকান্তের বয়স ৭২-এর কোঠায়। সিনেমার তাঁর বিশেষ স্টাইলের জন্য পরিচিত অভিনেতা। তেমনি বাস্তবে অভিনেতার প্রেমের গল্পও কোনও সিনেমার গল্পের থেকে কম নয়। প্রথম সাক্ষাতেই স্ত্রী লতার প্রেমে পড়ে যান রজনীকান্ত। সাক্ষাতটা ছিল মাত্র ১৫ মিনিটের। পেশায় সিনেমা প্রযোজক লতা রজনীকান্ত।
2/6১৯৭৫ সালে ২৫ বছর বয়সে বিনোদন জগতে প্রথম ব্রেক পান রজনীকান্ত। 'অপূর্ব রাগাঙ্গাল' নামের একটি তামিল সিনেমার হাত থেকে সিনোর জগতে সফলতার স্বাদ পান তিনি। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন কমল হাসান। পরিচালক কে বালাচন্দরের এই ছবিতে রজনীকান্ত পেয়েছিলেন মাত্র ১৫ মিনিটের ভূমিকা।
3/6সালটা ১৯৮১। 'থিল্লু মাল্লু' ছবির শ্যুটিং করছিলেন রজনীকান্ত। ছবির শ্যুটিং চলাকালীন রজনীকান্তের সাক্ষাৎকারের অনুরোধ আসে। সেটাও একটা কলেজ ম্যাগাজিন থেকে। অভিনেতার সাক্ষাৎকার নিতে অন্য কেউ নয়, শুধুমাত্র তাঁর স্ত্রী লতা, যিনি তখন কলেজের ছাত্রী ছিলেন সে এসেছিলেন।
4/6সাক্ষাৎকার নিতে এসেছিলেন লতা। কলেজ ছাত্রী লতাকে প্রথম দেখাতেই মন দিয়ে ফেলেন রজনীকান্ত। দুজনের প্রথম সাক্ষাতই বেশ মিষ্টিমধুর ছিল। ওই সাক্ষাৎকারের শেষে রজনীকান্ত লতাকে বিয়ের প্রস্তাব দেন।
5/6রজনীকান্তের প্রস্তাব শুনে অবাক হয়ে যান লতা। একই সঙ্গে লতার প্রতিক্রিয়াও ছিল অবাক করার মতো। হেসে লতা বলেন, অভিনেতাকে তাঁর বাবা-মায়ের সঙ্গে দেখা করতে হবে। অভিনেতা অবশ্য বেজায় চিন্তিত ছিলেন, লতার মা-বাবা রাজি হবেন কিনা।
6/6১৯৮১ সালের ২৬ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন রজনীকান্ত এবং লতা। তাঁদের দুই মেয়ে রয়েছে। বড় মেয়ের নাম ঐশ্বরিয়া এবং ছোট মেয়ের নাম সৌন্দর্য।